আলমডাঙ্গায় এসিআই সিড ব্যান্ড খুচরা ও বীজ ব্যবসায়ীদের কর্মশালা
আলমডাঙ্গা অফিসঃ আলমডাঙ্গায় এসিআই সিড আমন মৌসুমে দেশের সেরা ও এক নম্বর ব্যান্ড ধানী গোল্ড বিজনেস পার্টনার মিট এর খুচরা ও বীজ ব্যবসায়ীদের একদিনের কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বেলা বারোটার দিকে লিয়াকত টাওয়ারের মিলনায়তনে অনুষ্ঠিত কর্মশালায় সভাপতিত্ব করেন বিশিষ্ট ব্যবসাহি হাজী শেখ আবু জাফর। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এসিআই এর জোনাল সেলস ম্যানেজার আনোয়ার হোসেন, এরিয়া সেলস ম্যানেজার মেহেদী হাসান,মার্কেটিং অফিসার আজাদুজ্জামান। মার্কেটিং অফিসার বাহার উদ্দিনের উপস্থাপনায় বক্তব্য রাখেন সানমুন সীড স্টোরের প্রোপাইটার বোরহান উদ্দিন প্রমুখ। কর্মশালায় আলোচনা বিষয়বস্তু ছিল ধানী গোল্ড ও বষালী ধান বীজের উপকারিতা। ধানী গোল্ড ও বষালী ধান বীজ বাংলাদেশের কৃষি খাতে একটি অতি পরিচিত নাম। দেশের ধান উৎপাদনে গুরুত্বপূর্ণ অবদান রেখে আসা বীজ কৃষকদের জন্য উচ্চমানের ফসল উৎপাদনের সুযোগ তৈরি করেছে। এই বীজ ব্যবহারে কৃষকেরা তাদের উৎপাদনশীলতা বাড়াতে এবং চাষাবাদের সময় বিভিন্ন রোগ ও সমস্যার মুখোমুখি হওয়ার ঝুঁকি কমাতে সক্ষম হয়েছেন। বাংলাদেশের গ্রামীণ অর্থনীতির মেরুদণ্ড ধান চাষ এবং ইস্পাহানি ধান বীজ চাষাবাদের ক্ষেত্রে নির্ভরযোগ্য একটি নাম।এই ধান বীজের উপকারিতা, চাষ পদ্ধতি, দাম এবং সহজলভ্যতার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে, যা কৃষকদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
কর্মশালায় ৪০ জন সার ও বীজ ডিলারগন অংশগ্রহণ করে।
সম্পাদক ও প্রকাশক: এম বনি ইয়ামিন (এল এল এম- ইবি)
প্রধান সম্পাদক মোঃ আব্দুল্লাহ হক
অক্সফোর্ড মিডিয়া কমিউনিকেশন লিমিটেড