চুয়াডাঙ্গায় আওয়ামী লীগ নিষিদ্ধ ঘোষণার খবরে ছাত্রসমাজের পক্ষ থেকে আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১০ মে) রাত ১১টা ৩০ মিনিটে চুয়াডাঙ্গা সরকারি কলেজ চত্বরে দুই রাকাত নফল নামাজ আদায়ের মাধ্যমে কর্মসূচির সূচনা হয়।
নামাজ শেষে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের চুয়াডাঙ্গা জেলা শাখার আহ্বায়ক আসলাম হোসেন অর্ক, সদস্য সচিব সাফফাতুল ইসলাম, মুখ্য সংগঠক সজীব এবং ইসলামী ছাত্রশিবির চুয়াডাঙ্গা জেলা শাখার সভাপতি সাগর ও ইসলামিক কয়েকটি সংগঠনের নেতৃবৃন্দের নেতৃত্বে একটি বর্ণাঢ্য আনন্দ মিছিল বের করা হয়।
মিছিলটি কলেজ ক্যাম্পাস থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে চুয়াডাঙ্গা বড় বাজারে গিয়ে শেষ হয়। সেখানে নেতৃবৃন্দ সংক্ষিপ্ত বক্তব্য প্রদান করেন। বক্তারা আওয়ামী লীগের নিষেধাজ্ঞাকে ‘জনগণের বিজয়’ হিসেবে উল্লেখ করেন এবং ভবিষ্যতেও দেশবিরোধী রাজনীতির বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার অঙ্গীকার ব্যক্ত করেন ।
এ সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চুয়াডাঙ্গা জেলা শাখা, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, হেফাজতে ইসলাম বাংলাদেশ, এবং ইসলামি ছাত্র আন্দোলন বাংলাদেশের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
ছাত্রনেতারা বলেন, দেশের স্বার্থ রক্ষায় সকল বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে আন্দোলন অব্যাহত থাকবে।
সম্পাদক ও প্রকাশক: এম বনি ইয়ামিন (এল এল এম- ইবি)
প্রধান সম্পাদক মোঃ আব্দুল্লাহ হক
অক্সফোর্ড মিডিয়া কমিউনিকেশন লিমিটেড