চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় নাগরিক উন্নয়ন কমিটির আয়োজনে জি কে ক্যানেলে অনুষ্ঠিত হয়েছে এক বর্ণাঢ্য সাঁতার প্রতিযোগিতা। রবিবার বিকেল ৩টার দিকে আয়োজিত এ প্রতিযোগিতায় চুয়াডাঙ্গা জেলা ছাড়াও জেলার বাইরের বহু সাঁতারু অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারীদের উৎসাহ ও প্রশংসায় মুখর ছিল পুরো আয়োজন।
নাগরিক উন্নয়ন কমিটির সাংগঠনিক সম্পাদক শরিফুল ইসলাম পিন্টু র পরিচালনায় সভাপতিত্ব করেন আলমডাঙ্গা নাগরিক উন্নয়ন কমিটির সভাপতি মো সিরাজুল ইসলাম।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গার অতিরিক্ত জেলা প্রশাসক মিজানুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলমডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার শেখ মেহেদী ইসলাম এবং আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ মাসুদুর রহমান।অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আলমডাঙ্গা বনিক সমিতির সভাপতি আরেফিন মিয়া মিলন, সাধারণ সম্পাদক খ আব্দুল্লাহ আল মামুন, জামায়াতে ইসলামী উপজেলা আমীর শফিউল ইসলাম বকুল।
আলমডাঙ্গা নাগরিক উন্নয়ন কমিটির সাধারণ সম্পাদক ডা মো আব্দুল্লাহ আল মামুন এর স্বাগত বক্তব্যের মাধ্যমে শুরু হওয়া আয়োজনে বক্তব্য রাখেন কমিটির সহ সভাপতি রহমান মুকুল,যুগ্ম সম্পাদক মামুনুর রশীদ মন্ডল। প্রচার সম্পাদক সাজ্জাদ হোসেন।
আয়োজনে নিরাপত্তা ও সুরক্ষায় দায়িত্ব পালন করে ফায়ার সার্ভিস এবং পুলিশের একটি বিশেষ টিম। এ ছাড়াও চিকিৎসকদের তত্ত্বাবধানে একটি মেডিকেল টিম ও এ্যাম্বুলেন্স প্রস্তুত ছিল প্রতিযোগিদের নিরাপত্তায়।
প্রতিযোগিতা দুই ধাপে সম্পন্ন হয়। শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন আগত অতিথিরা।
এসময় আরও অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আলমডাঙ্গা নাগরিক উন্নয়ন কমিটির উপদেষ্টা গোলাম রহমান সিন্জুল, মকবুল হোসেন,নূর মোহাম্মদ টিপু , চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি রাজিব হাসান কচি, সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম বিপুল, শাহ আলম সনি, নাজমুল ইসলাম স্বপন, ইসলাম রকিব সহ আলমডাঙ্গার বিশিষ্ট ব্যাবসায়ী এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সাঁতার প্রতিযোগিতাকে কেন্দ্র করে জি কে ক্যানেল এলাকায় তৈরি হয় উৎসবমুখর পরিবেশ। এমন আয়োজন আগামী দিনগুলোতে তরুণদের খেলাধুলার প্রতি আগ্রহ ও উৎসাহ আরও বাড়াবে বলে মত প্রকাশ করেন স্থানীয়রা।
সম্পাদক ও প্রকাশক: এম বনি ইয়ামিন (এল এল এম- ইবি)
প্রধান সম্পাদক মোঃ আব্দুল্লাহ হক
অক্সফোর্ড মিডিয়া কমিউনিকেশন লিমিটেড