[video width="1136" height="640" mp4="https://shaplatvbangla.com/wp-content/uploads/2025/04/YouCut_20250414_192428045.mp4"][/video]
চুয়াডাঙ্গা সদর উপজেলার মোমিনপুর ইউনিয়নের নীলমণিগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ে বাংলা নববর্ষ ১৪৩২ ও পহেলা বৈশাখ উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও পিঠা উৎসবের আয়োজন করা হয়। সোমবার সকালেই বিদ্যালয় প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য শুভেচ্ছা র্যালি বের হয়, যেখানে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা অংশগ্রহণ করেন। র্যালি শেষে বিদ্যালয় চত্বরে জমকালো পিঠা উৎসব অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আহমেদ সোহেল, সহকারী প্রধান শিক্ষক এ.কে খন্দকার নুর হাসান, সহকারী শিক্ষক শরিফুজ্জামান শরিফ, এম.এম তারিকুজ্জামান, ইমাম হাসান, হারুনুর রশিদ, মোছা: নাছিমা খাতুন, মোছা: মঞ্জুয়ারা খাতুন, মোছা: স্বপ্না খাতুন, মোছা: শাহানাজ পারভীন, বেগম শাহানেওয়াজ জোয়ার্দ্দার, ভোকেশনাল শাখার প্রধান আব্দুল আজিজ এবং সহকারী শিক্ষক জহুরুল ইসলাম। এ ছাড়াও বিদ্যালয়ের সকল শিক্ষকবৃন্দ র্যালি ও উৎসবে অংশগ্রহণ করেন।

পিঠা উৎসবে পিঠা প্রস্তুত ও পরিবেশনায় অংশগ্রহণ করেন শিক্ষার্থী তাসফিয়া তাবাচ্ছুম অরিন, জান্নাতুল বাকিয়া, সাদিয়া সুলতানা জেরিন, মোছা: আনিফা খাতুন, স্নিগ্ধা মজুমদার, প্রেয়সী সাহা, শ্রেয়সী সাহা, ওয়ারিসা ফেরদৌস আনিকা, মোছা: আরিফা খাতুন, মোছা: জামেলা খাতুন, মোছা: হাজেরা খাতুন এবং মোছা: তাসনিম আরা রিপা। পুরো আয়োজনটি পরিচালনায় ছিলেন আইসিটি বিষয়ের শিক্ষক বেগম শাহানেওয়াজ জোয়ার্দ্দার। আরো উপস্থিত ছিলেন বাপ্পি আহমেদ রাজ।
বিদ্যালয়ের শিক্ষকরা জানান, এ আয়োজন শিক্ষার্থীদের মধ্যে বাংলা সংস্কৃতি ও ঐতিহ্যের প্রতি ভালোবাসা জাগ্রত করতে সহায়তা করে। দিনব্যাপী এ আয়োজনে শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে উৎসবটি ছিল অত্যন্ত প্রাণবন্ত ও আনন্দঘন।
সম্পাদক ও প্রকাশক: এম বনি ইয়ামিন (এল এল এম- ইবি)
প্রধান সম্পাদক মোঃ আব্দুল্লাহ হক
অক্সফোর্ড মিডিয়া কমিউনিকেশন লিমিটেড