গাজায় দখলদার ইসরায়েলি বাহিনীর ইতিহাসের নিকৃষ্টতম গণহত্যা ও বর্বরোচিত হামলার প্রতিবাদে চুয়াডাঙ্গা জেলা জামায়াতে ইসলামী আয়োজিত এক বিশাল বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার, ৭ এপ্রিল ২০২৫, বিকাল ৫টায় চুয়াডাঙ্গা সরকারি কলেজের মুক্তমঞ্চ থেকে মিছিলটি শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়কসমূহ প্রদক্ষিণ করে।
বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর চুয়াডাঙ্গা জেলা আমির এডভোকেট রুহুল আমিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক জেলা আমির আনারুল হক।
এছাড়াও উপস্থিত ছিলেন জেলা জামায়াতের জয়েন্ট সেক্রেটারি এডভোকেট মাসুদ পারভেজ রাসেলসহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ, ছাত্রশিবিরের নেতাকর্মী, সাধারণ জনগণ ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।
বক্তারা গাজার নিরীহ জনগণের ওপর চলমান ইসরায়েলি গণহত্যা ও অমানবিক হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। তারা অবিলম্বে এই হামলা বন্ধের আহ্বান জানান এবং বিশ্ব মুসলিমসহ আন্তর্জাতিক সম্প্রদায়কে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।
এ সময় স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো শহর।
“গাজা গর্বের নাম”, “ইসরায়েল নিপাত যাক”, “মুসলিম উম্মাহ জাগো”, “গণহত্যার বিচার চাই” ইত্যাদি।
গণজাগরণমূলক এই কর্মসূচির মাধ্যমে চুয়াডাঙ্গা জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা গাজাবাসীর পাশে থাকার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।
-
সম্পাদক ও প্রকাশক: এম বনি ইয়ামিন (এল এল এম- ইবি)
প্রধান সম্পাদক মোঃ আব্দুল্লাহ হক
অক্সফোর্ড মিডিয়া কমিউনিকেশন লিমিটেড