দেশব্যাপী অব্যাহত সন্ত্রাস, ছিনতাই, ডাকাতি, ধর্ষণ ও নারী সহিংসতার দ্রুত শাস্তির দাবিতে চুয়াডাঙ্গায় বিক্ষোভ মশাল মিছিল ও মোমবাতি প্রজ্বলন কর্মসূচি পালন করেছে সাধারণ শিক্ষার্থীরা।
মঙ্গলবার ২৫ এ ফ্রেব্রুয়ারি সন্ধ্যায় চুয়াডাঙ্গা সরকারি কলেজ শহীদ মিনারে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। শিক্ষার্থীরা "দড়ি লাগলে দড়ি, নে ধর্ষকদের ফাঁসি"—এই স্লোগানকে সামনে রেখে বিক্ষোভ ও মশাল মিছিল করে।
এ কর্মসূচিতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। বক্তারা নারী নির্যাতন ও ধর্ষণের বিরুদ্ধে কঠোর আইন প্রয়োগের দাবি জানান এবং দ্রুত বিচার নিশ্চিতের আহ্বান জানান।
মানববন্ধন ও বিক্ষোভ মিছিলে বক্তব্য রাখেন সাফ্ফাতুল ইসলাম, মাহবুবুর রহমান আকাশ, ফাহিম আহম্মেদ, প্লাবন, তাসলিম আল মাহম্মদ, নুসরাত জাহান রোজা, সিরাজুম মুনিরা, তাসনিয়া আফসিন সহ আরও অনেকে।
শিক্ষার্থীরা বলেন, অপরাধীদের দ্রুত বিচার নিশ্চিত করা না গেলে সমাজে বিশৃঙ্খলা আরও বাড়বে। তারা সরকারের প্রতি আহ্বান জানান, যেন সকল অপরাধীর দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হয়।
সম্পাদক ও প্রকাশক: এম বনি ইয়ামিন (এল এল এম- ইবি)
প্রধান সম্পাদক মোঃ আব্দুল্লাহ হক
অক্সফোর্ড মিডিয়া কমিউনিকেশন লিমিটেড