যশোর অঞ্চলে টেকাই কৃষি সম্প্রসারণ প্রকল্পের আওতায় তিন দিনব্যাপী কৃষি ও প্রযুক্তি মেলা শুরু হয়েছে। সোমবার (১৭ ফেব্রুয়ারি) সকালে আলমডাঙ্গা কৃষি সম্প্রসারণ অফিস প্রাঙ্গণে এ মেলার উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা কৃষি সম্প্রসারণ অফিসের উপ-পরিচালক কৃষিবিদ মোঃ মাসুদুর রহমান সরকার। আলমডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ মেহেদী ইসলাম অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।
মেলার উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন আলমডাঙ্গা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা রেহেনা পারভীন। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা কৃষি সম্প্রসারণ অফিসার কৃষ্ণ রায়সহ কৃষি বিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।
তিন দিনব্যাপী এ মেলায় আধুনিক কৃষি প্রযুক্তি ও উন্নত কৃষি পদ্ধতি সম্পর্কে কৃষকদের অবহিত করা হবে। পাশাপাশি কৃষি উপকরণ, নতুন জাতের ফসল, সার ও কীটনাশক সম্পর্কেও বিস্তারিত আলোচনা করা হবে।
সম্পাদক ও প্রকাশক: এম বনি ইয়ামিন (এল এল এম- ইবি)
প্রধান সম্পাদক মোঃ আব্দুল্লাহ হক
অক্সফোর্ড মিডিয়া কমিউনিকেশন লিমিটেড