চুয়াডাঙ্গার দর্শনায় কেরু ট্রেনিং সেন্টারে ১ ফেব্রুয়ারি (শনিবার) জাহানারা যুব মহিলা সংস্থার আয়োজনে অনুষ্ঠিত হলো ‘অদ্বিতীয়া নারী উদ্যোক্তা অ্যাওয়ার্ড-২০২৫’। নারীর অর্থনৈতিক ও উদ্যোক্তা উন্নয়নে বিশেষ অবদান রাখায় ৫টি ক্যাটাগরিতে ১৫ জন নারীকে এই সম্মাননা প্রদান করা হয়।
অনুষ্ঠানের শুরুতে জাহানারা যুব মহিলা সংস্থার পরিচালক জাহানারা খাতুন শুভেচ্ছা বক্তব্য দেন। তিনি সংস্থার সার্বিক অর্জন এবং ‘অদ্বিতীয়া নারী উদ্যোক্তা অ্যাওয়ার্ড’ এর পটভূমি তুলে ধরেন। সংস্থাটি ২০১০ সালের ১৪ ফেব্রুয়ারি থেকে দক্ষতা ও উদ্যোক্তা উন্নয়নের মাধ্যমে চুয়াডাঙ্গা জেলার বিভিন্ন উপজেলার নিম্ন-মধ্যবিত্ত পরিবারের ছেলে-মেয়েদের সমাজের মূলধারায় সম্পৃক্ত করতে কাজ করে যাচ্ছে।
নারীর ক্ষমতায়ন ও আত্মকর্মসংস্থানের জন্য সংস্থাটি কারিগরি প্রশিক্ষণ, নকশি কাঁথা ও কুটির শিল্প, বিউটি পার্লার, সেলাই ও পোশাক তৈরি, গবাদি পশু ও হাঁস-মুরগি পালনসহ বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ প্রদান করছে। এ ছাড়াও বেকারত্ব হ্রাস, নারী স্বাস্থ্য সচেতনতা, জেন্ডার উন্নয়ন, বাল্যবিবাহ প্রতিরোধ, জলবায়ু পরিবর্তন মোকাবিলা, বৃক্ষরোপণ ও স্বেচ্ছায় রক্তদান কর্মসূচির মতো সমাজকল্যাণমূলক কর্মকাণ্ড পরিচালনা করছে সংস্থাটি।
এই বছর সফল আত্মকর্মী, সমাজসেবা ও সামাজিক অন্তর্ভুক্তি, দক্ষতা ও উদ্যোক্তা উন্নয়ন, নারী কল্যাণ, বিউটিফিকেশন ও প্রশিক্ষক—এই পাঁচটি ক্যাটাগরিতে মোট ১৫ জন নারী ‘অদ্বিতীয়া নারী উদ্যোক্তা অ্যাওয়ার্ড-২০২৫’ পেয়েছেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মো. রাব্বিক হাসান, ব্যবস্থাপনা পরিচালক, কেরু অ্যান্ড কোং (বিডি) লিমিটেড। সম্মানিত অতিথি ছিলেন অবসরপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর মো. সিদ্দিকুর রহমান এবং যুব উন্নয়ন অধিদপ্তর, চুয়াডাঙ্গার উপ-পরিচালক ফিরোজ আহমেদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিপুল আশরাফ, সাধারণ সম্পাদক, চুয়াডাঙ্গা প্রেস ক্লাব; মো. জাকির হোসেন খাঁ, সহকারী পরিচালক, যুব উন্নয়ন অধিদপ্তর, চুয়াডাঙ্গা; মো. ফিরোজ আহমেদ সবুজ, সভাপতি, কেরু এমপ্লয়িজ ইউনিয়ন; অনুপ কুমার মণ্ডল, নির্বাহী পরিচালক, অপরাজিতা যুব কল্যাণ সংস্থা; ড. মুন্সি আবু সাইফ, সহযোগী অধ্যাপক, চুয়াডাঙ্গা সরকারি কলেজ; মানিক আকবর, স্টাফ রিপোর্টার, ইনডিপেনডেন্ট টেলিভিশন, চুয়াডাঙ্গা; এবং মুজিবুর রহমান, সভাপতি, গৃহগ্রাম যুব সংগঠন, জাতীয় যুব কাউন্সিলর, মাগুরা।
প্রধান অতিথি মো. রাব্বিক হাসান বলেন, “নারীরা যদি অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হয়, তাহলে সমাজের সামগ্রিক উন্নয়ন নিশ্চিত করা সম্ভব।”
অনুষ্ঠানের সভাপতি জাহানারা খাতুন বলেন, “নারীর অর্থনৈতিক ও উদ্যোক্তা উন্নয়নে ‘অদ্বিতীয়া নারী উদ্যোক্তা অ্যাওয়ার্ড’ বিশেষ ভূমিকা রাখবে। এই স্বীকৃতি ভবিষ্যতে আরও অনেক নারীকে অনুপ্রাণিত করবে।”
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মুজিবুর রহমান, সভাপতি, গৃহগ্রাম যুব সংগঠন ও জাতীয় যুব কাউন্সিলর, মাগুরা।
সম্পাদক ও প্রকাশক: এম বনি ইয়ামিন (এল এল এম- ইবি)
প্রধান সম্পাদক মোঃ আব্দুল্লাহ হক
অক্সফোর্ড মিডিয়া কমিউনিকেশন লিমিটেড