আলমডাঙ্গা প্রতিনিধিঃ আন্তর্জাতিক মানবাধিকার আইনী সহায়তা প্রদানকারী সংস্থার আলমডাঙ্গা উপজেলা শাখার ১ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে।
গতকাল শনিবার বেলা ১২ টায় আলমডাঙ্গা হাজী মোড়ে অবস্থিত লাইলা কনভেনশন সেন্টারে কেক কেটে প্রতিষ্ঠা বার্ষিকী পালন করেছে আলমডাঙ্গা শাখার সদস্যবৃন্দরা।
এসময় উপস্থিত ছিলেন সংস্থার কেন্দ্রীয় চেয়ারম্যান মাহমুদুল হাসান মাহমুদ, আলমডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার শেখ মেহেদী ইসলাম,চুয়াডাঙ্গা জেলা সভাপতি লাল্টু মল্লিক, ও সেক্রেটারী লিমন মিয়া, উপস্থিত ছিলেন আলমডাঙ্গা শাখার উপদেষ্টা মন্ডলীর সদস্য হাজী মোঃ লিয়াকত ডাক্টার, শাখার সভাপতি আল আমিন হোসেন (পরশ),সহ সভাপতি মানোয়ার মাস্টার, সেক্রেটারী প্রভাষক খাইরুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক শারাফত রাসেল, আইন ও সামাজিক বিরোধ নিষ্পত্তি বিষয়ক সচিব অ্যাডঃ ইকরামুল হক, শিক্ষা সচিব আহসান কবীর বকুলসহ সংস্থার অন্যান্য সদস্যরা।
পরে কেক কাটা শেষ সংক্ষিপ্ত এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় সংস্থার কেন্দ্রীয় চেয়ারম্যান মাহমুদুল হাসান তার বক্তব্যে বলেন, আলমডাঙ্গা শাখা উদ্ভোদনের পর থেকে তারা অসহায় ও নিপীড়িত মানুষের পাশে দাড়িয়ে তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে। আশা করবো এই কাজের ধারা যেনো অব্যাহত থাকে। সামনের দিনগুলো আরও উজ্জ্বল হোক।
প্রধান অতিথি শেখ মেহেদী ইসলাম তার বক্তব্যে বলেন, প্রতিষ্ঠাবার্ষিকী দিনটি শুধু উদযাপনের জন্য নয়, বরং এটি দায়িত্ব ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে নতুন করে ভাবার সময়। আমি চাই, মানবাধিকার সংগঠন আরও বৃহৎ পরিসরে কাজ করুক, নতুন নতুন সেবা ও কার্যক্রম নিয়ে মানুষের জীবনে ইতিবাচক পরিবর্তন আনুক।
সম্পাদক ও প্রকাশক: এম বনি ইয়ামিন (এল এল এম- ইবি)
প্রধান সম্পাদক মোঃ আব্দুল্লাহ হক
অক্সফোর্ড মিডিয়া কমিউনিকেশন লিমিটেড