স্টাফ রিপোর্টার: তারুণ্যের উৎসব উপলক্ষে চুয়াডাঙ্গা জেলা পর্য়য়ের অনুর্দ্ধ-১৭ জাতীয় গোল্ডকাপ ফুটবল টূর্ণামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ সম্পন্ন হয়েছে।'এসো দেশ বদলায় পৃথিবী বদলায় দেশ বদলায় "স্লোগানকে সামনে রেখে শুরু হওয়ার টুর্নামেন্টেের গত বুধবার বিকেল ৪টায় চুয়াডাঙ্গা পুরাতন স্টেডিয়ামে বালক ও বালিকাদের ফাইনাল খেলা শেষে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। পুরস্কার বিরতণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক মোহাম্মদ জহিরুল ইসলাম। অতিরিক্ত জেলা প্রশাসক মো:মিজানুর রহমানের সভাপতিত্বে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন এনডিসি সাইফুল ইসলাম সাইফ, নির্বাহী ম্যাজিস্ট্রেট আঃরহমান, নাইমা জাহান সুমাইয়া,ফাহাদ চৌধুরী, আব্দুল্লাহ আল নাঈম,মির্জা শহিদুল ইসলাম, জেলা শিক্ষা অফিসার(অতিরিক্ত) দিল আরা চৌধুরী,বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের চুয়াডাঙ্গা কমিটির আহবায়ক আসলাম হোসেন অর্কো,মুখ্য সংগঠক সজিবুল ইসলাম, মুখপাত্র তামান্না খাতুন ও সাকিব বিশ্বাস । এছাড়া উপস্থিত ছিলেন যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক জাকির হোসেন খান, বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক খেলোয়াড় মাহমুদুল হক লিটন,রেজাউল হক জোয়ার্দ্দার রেজা,সাবেক ফুটবলার শরিফুল ইসলাম, নাজমুল হক শান্তি,মিজানুল হক মিজান, বিপুল হাসান হ্যাজি, বাবু মুন্সী,সোহেল আহমেদ মালিক সুজন, তরিকুল ইসলাম তরু, মুরাদ ফেরদৌস, সোহেল,মোহাম্মদ আলী সিদ্দিক, মহাসিন কামাল, ইউনুস মাস্টার,সেহাগ প্রমুখ। পুরস্কার বিতরণ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন চুয়াডাঙ্গা জেলা ক্রীড়া অফিসার তানভীর হোসেন।
অনূর্ধ্ব ১৭ জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের বালক বিভাগে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে চুয়াডাঙ্গা পৌরসভা এবং রানার আপ হয় চুয়াডাঙ্গা সদর উপজেলা বালক দল। বালিকা বিভাগে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে আলমডাঙ্গা উপজেলা ও রানার আপ হয় চুয়াডাঙ্গা সদর উপজেলা বালিকা দল।
সম্পাদক ও প্রকাশক: এম বনি ইয়ামিন (এল এল এম- ইবি)
প্রধান সম্পাদক মোঃ আব্দুল্লাহ হক
অক্সফোর্ড মিডিয়া কমিউনিকেশন লিমিটেড