"এসো দেশ বদলায় পৃথিবী বদলায় "এই স্লোগানকে সামনে রেখে তারুণ্যের উৎসব ২০২৫ উদযাপন উপলক্ষে কাবাডি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে । ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক কর্মসূচি ২০২৪-২৫ এর আওতায় অনুষ্ঠিত তারুণ্যের উৎসব কাবাডি প্রতিযোগিতাযর বালক বিভাগে চুয়াডাঙ্গা কামিল মাদ্রাসা চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে। বালিকা বিভাগে চ্যাম্পিয়ন হয়েছে চুয়াডাঙ্গা রাহেলা খাতুন গার্লস একাডেমী। চুয়াডাঙ্গা পুরাতন স্টেডিয়ামে অনুষ্ঠিত কাবাডি প্রতিযোগিতা শেষে চ্যাম্পিয়ন ও রানারআপ দলের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। পুরস্কার তুলে দেন চুয়াডাঙ্গা অফিসার তানভীর হোসেন। এ ছাড়া একই ক্রীড়া কর্মসূচির আওতায় তারুণ্যের উৎসব ২০২৫ উদযাপনের অংশ হিসেবে অনূর্ধ্ব-৮, ১০, ১২,১৪,১৬ ও১৮ বছর বয়সী বালক-বালিকাদের অংশগ্রহণে দাবা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এ প্রতিযোগিতায় বিজয়ী চ্যাম্পিয়ন -রানার আপের হাতেও পুরস্কার তুলে দেওয়া হয়।
সম্পাদক ও প্রকাশক: এম বনি ইয়ামিন (এল এল এম- ইবি)
প্রধান সম্পাদক মোঃ আব্দুল্লাহ হক
অক্সফোর্ড মিডিয়া কমিউনিকেশন লিমিটেড