আগামী ২৭ জানুয়ারি, সোমবার, চুয়াডাঙ্গা সরকারি কলেজে আসছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক ও শিক্ষার সমান অধিকার প্রতিষ্ঠায় অগ্রগামী ছাত্রনেতা হাসনাত আব্দুল্লাহ। শিক্ষার্থীদের ন্যায়ভিত্তিক সমাজ গঠনের স্বপ্নে উদ্বুদ্ধ করতে তিনি দীর্ঘদিন ধরে বৈষম্যের বিরুদ্ধে কাজ করে যাচ্ছেন।
বৈষম্যমুক্ত বাংলাদেশ গঠনের লক্ষ্যে তার দিকনির্দেশনামূলক বক্তৃতা ও আন্দোলনের পরবর্তী কর্মসূচি জানাতে তিনি চুয়াডাঙ্গায় আসছেন। এই আন্দোলন শিক্ষার সমান সুযোগ ও সামাজিক ন্যায়ের অধিকার প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছে।
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের চুয়াডাঙ্গা জেলা শাখার আহ্বায়ক আসলাম হোসেন অর্ক ও সদস্য সচিব সাফফাতুল ইসলাম জানান , ২৭ জানুয়ারি চুয়াডাঙ্গা সরকারি কলেজ প্রাঙ্গণে দুপুর ২টায় শুরু হবে এই বিশেষ আয়োজন। শিক্ষার্থী, অভিভাবক ও সচেতন নাগরিকদের উপস্থিত থাকার জন্য আহ্বান জানানো হয়েছে। বৈষম্যবিরোধী আন্দোলনের নানা দিক নিয়ে আলোচনা এবং সমতা প্রতিষ্ঠার লক্ষ্যে করণীয় বিষয় তুলে ধরা হবে।এদিন চুয়াডাঙ্গা সরকারি কলেজে ছাত্রনেতা হাসনাত আব্দুল্লাহর সান্নিধ্যে আসা শুধু শিক্ষার্থীদের জন্য নয়, বরং পুরো এলাকার জন্য গুরুত্বপূর্ণ একটি উপলক্ষ হতে যাচ্ছে। তার নেতৃত্বে আন্দোলন তরুণ প্রজন্মকে বৈষম্যের বিরুদ্ধে সচেতন হতে উদ্বুদ্ধ করছে।, উল্লেখ্য বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন শিক্ষা ও সমাজে ন্যায়ভিত্তিক পরিবেশ তৈরির জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছে।বৈষম্যমুক্ত বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়নে সবার অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন আয়োজকরা।
সম্পাদক ও প্রকাশক: এম বনি ইয়ামিন (এল এল এম- ইবি)
প্রধান সম্পাদক মোঃ আব্দুল্লাহ হক
অক্সফোর্ড মিডিয়া কমিউনিকেশন লিমিটেড