চুয়াডাঙ্গার অসহায় ও অসুস্থ মানুষের জন্য বিনামূল্যে স্বাস্থ্য সেবা প্রদানের লক্ষ্যে “প্রিয় শহর চুয়াডাঙ্গা” গ্রুপের উদ্যোগে একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় নেতৃত্ব দেন গ্রুপের প্রধান এডমিন যুবরাজ খান। গতকাল সোমবার বিকালে হেলথ এইড মেডিকেল সেন্টারে অনুষ্ঠিত হয়।সভায় হেলথ এইড ফাউন্ডেশনের পরিচালক মো. রোকনুজ্জামান বলেন,“আমাদের এই উদ্যোগ চুয়াডাঙ্গার অসহায় মানুষদের পাশে দাঁড়ানোর একটি ব্যতিক্রমী প্রচেষ্টা। স্বাস্থ্য সেবা মানুষের মৌলিক অধিকার, আর আমরা চাই এই সেবা যেন প্রত্যেক অসহায় নাগরিকের দোরগোড়ায় পৌঁছায়। এই ধরনের ফ্রি স্বাস্থ্যসেবা ক্যাম্পেইন জাতির সুস্থতা এবং সেবার মনোভাব বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আমি ধন্যবাদ জানাই 'প্রিয় শহর চুয়াডাঙ্গা'র নারী এবং ব্লাড ডিপার্টমেন্টের টিমকে, যারা এই উদ্যোগ বাস্তবায়নে এগিয়ে এসেছে।”
নারী ডিপার্টমেন্ট এবং ব্লাড ডিপার্টমেন্টের এডমিন ও মডারেটরদের সাথে মতবিনিময়কালে যুবরাজ খান বলেন,“আমাদের লক্ষ্য একত্রে কাজ করে একটি সুস্থ জাতি গড়ে তোলা। আমরা শিগগিরই ফ্রি স্বাস্থ্যসেবা ক্যাম্পেইন শুরু করবো এবং এটি আমাদের জেলার অসহায় মানুষের জন্য একটি বড় সুযোগ।”
এসময় উপস্থিত ছিলেন প্রিয় শহর চুয়াডাঙ্গা ও মানবিক ফাউন্ডেশন এর নারী ডিপার্টমেন্টের সিনিয়র এডমিন:সুমাইয়া মাহমুদা সাথী,মোছাঃ পিংকি খাতুন,সহ সিনিয়র এডমিন:জুথি খাতুন,শিমু খাতুন,লাবণ্য খাতুন,সাদিয়া খাতুন,অর্থ সম্পাদক ও সিনিয়র এডমিন: অমিত হাসান,মিডিয়া সেলস এডমিন: বুরহান উদ্দীন,এডমিন: নাইম রাসেল, জুবায়ের সুমন
নারী ডিপার্টমেন্ট ও ব্লাড ডিপার্টমেন্টের সমন্বয়ে ফ্রি স্বাস্থ্যসেবা ক্যাম্পেইন পরিচালনার পরিকল্পনা চলছে। উপস্থিত সবাই এই মহৎ উদ্যোগ সফল করতে একযোগে কাজ করার প্রতিশ্রুতি দেন।প্রিয় শহর চুয়াডাঙ্গার এ উদ্যোগটি অসহায় মানুষের জন্য নতুন আশার আলো হয়ে উঠতেযাচ্ছে।
সম্পাদক ও প্রকাশক: এম বনি ইয়ামিন (এল এল এম- ইবি)
প্রধান সম্পাদক মোঃ আব্দুল্লাহ হক
অক্সফোর্ড মিডিয়া কমিউনিকেশন লিমিটেড