২৩ নভেম্বর ২০২৪, চুয়াডাঙ্গা: বিশেষ তথ্যের ভিত্তিতে চুয়াডাঙ্গার দর্শনা থানার সীমান্তবর্তী ছয়ঘড়িয়া এলাকায় সফল অভিযান পরিচালনা করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন (৬ বিজিবি) এর অধীনস্থ সুলতানপুর বিওপির টহল কমান্ডার হাবিলদার মো. আরিফুল ইসলামের নেতৃত্বে একটি বিশেষ টহলদল স্বর্ণ চোরাচালান রোধে এ অভিযান চালায়।
সকাল ৯টা ৪৫ মিনিটে ছয়ঘড়িয়া মসজিদের সামনে পাকা রাস্তার পাশে বিজিবি সদস্যরা এ্যাম্বুশে থাকাকালে সীমান্ত থেকে দর্শনার দিকে আসা একটি মোটরসাইকেলকে চ্যালেঞ্জ করলে আরোহীরা দ্রুত পালানোর চেষ্টা করে। ধাওয়া দেওয়ার এক পর্যায়ে মোটরসাইকেলের পিছনের আরোহী একটি প্লাস্টিকের ব্যাগ ফেলে দিয়ে বাগানের ভেতর পালিয়ে যায়। বাকি দুই আরোহী মোটরসাইকেল নিয়ে সীমান্তের দিকে পালিয়ে যায়।
পরিত্যক্ত ব্যাগটি উদ্ধার করে বিজিবি সদস্যরা তার ভেতরে স্কচটেপে মোড়ানো ৩০৬ গ্রাম ওজনের ২২টি ভারতীয় স্বর্ণের গহনা জব্দ করে। এসব গহনা ভারতীয় তৈরী বলে নিশ্চিত হওয়া গেছে।
জব্দকৃত স্বর্ণের গহনাগুলো চুয়াডাঙ্গা ট্রেজারি অফিসে জমা দেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে। বিজিবির এ ধরনের সাফল্যমণ্ডিত অভিযান চোরাচালান প্রতিরোধে তাদের দৃঢ় প্রতিশ্রুতিরপ্রমাণ।
সম্পাদক ও প্রকাশক: এম বনি ইয়ামিন (এল এল এম- ইবি)
প্রধান সম্পাদক মোঃ আব্দুল্লাহ হক
অক্সফোর্ড মিডিয়া কমিউনিকেশন লিমিটেড