চুয়াডাঙ্গার আলমডাঙ্গার বেলগাছি এলাকায় গজাড়ির মাঠে মোটরসাইকেল ব্যবসায়ী তুষার আহম্মেদ সবুজ হত্যাকাণ্ডের মূলরহস্য উদঘাটন করে এর সাথে জড়িত দুই আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। নিহত তুষার গত ১২ নভেম্বর সন্ধ্যায় বাড়ি থেকে বের হয়ে আর ফেরেননি। রাত ৯টার দিকে তার মায়ের সঙ্গে ফোনে কথা হয়, তারপর থেকে তার ফোন বন্ধ পাওয়া যায়। পরে গজাড়িয়া মাঠ থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।
এ ঘটনার পরপরই চুয়াডাঙ্গা পুলিশ সুপার খন্দকার গোলাম মওলা দ্রুত তদন্ত ও অপরাধীদের গ্রেফতারের নির্দেশনা দেন। নির্দেশনার ভিত্তিতে চুয়াডাঙ্গার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আনিসুজ্জামানের নেতৃত্বে আলমডাঙ্গা থানা ও জেলা গোয়েন্দা শাখা মাঠে নামে। অবশেষে ১৪ নভেম্বর ভোরে আলমডাঙ্গা থানার ওসি মাসুদুর রহমানের নেতৃত্বে অভিযুক্ত মো. সাগর আলী (২২) ও মো. জহুরুল ইসলাম (৪৬) কে গ্রেফতার করা হয়।
গ্রেফতারের পর আসামি সাগর আলী হত্যার বিষয়ে স্বীকারোক্তি প্রদান করে এবং আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় জবানবন্দি দেন। প্রাথমিক তদন্তে হত্যার উদ্দেশ্য ও ঘটনা সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। এছাড়া আসামিদের কাছ থেকে একটি পুরোনো ডিসকভার মোটরসাইকেল ও নগদ ১০ হাজার টাকা উদ্ধার করা হয়েছে।
শুক্রবার সকাল ১০টায় আলমডাঙ্গা থানায় এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান চুয়াডাঙ্গা সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আনিসুজ্জামান।
সম্পাদক ও প্রকাশক: এম বনি ইয়ামিন (এল এল এম- ইবি)
প্রধান সম্পাদক মোঃ আব্দুল্লাহ হক
অক্সফোর্ড মিডিয়া কমিউনিকেশন লিমিটেড