প্রিন্ট এর তারিখঃ মে ২২, ২০২৫, ১০:১৬ পি.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ১৩, ২০২৪, ৬:০২ এ.এম
চুয়াডাঙ্গায় অন্তঃসত্ত্বা নারীকে পিটিয়ে হত্যার অভিযোগ !

মঙ্গলবার (১২ নভেম্বর) সন্ধ্যায় আলমডাঙ্গা উপজেলার আসাননগর গ্রামে এ ঘটনা ঘটে।
পলি খাতুন(২৫) আলমডাঙ্গা উপজেলার আসাননগর গ্রামের রবিউল ইসলাম এর স্ত্রী। আলমডাঙ্গা থানার ওসি মাসুদুর রহমান জানান, প্রায় ১০ বছর আগে হারদি গোপালদিয়া গ্রামের ফরিদ আলীর মেয়ে পলি খাতুনের সঙ্গে একই উপজেলার আসাননগর গ্রামের গিয়াস আলীর ছেলে রবিউল ইসলামের পারিবারিকভাবে বিয়ে হয়। বিয়ের পর থেকেই রবিউল ইসলাম যৌতুকের দাবিতে স্ত্রীকে নির্যাতন করতে থাকে। এর ধারাবাহিকতায় মঙ্গলবার সন্ধ্যায় স্ত্রীকে পিটিয়ে হত্যার পর তিনি মুখে বিষ ঢেলে দেন বলে অভিযোগ করেছে নিহতের পরিবার। গৃহবধূ ছয় মাসের অন্তঃসত্ত্বা বলে জানায় তার পরিবার। হত্যাকাণ্ডের পর নিহতের স্বামী, শ্বশুর ও শাশুড়ি পালিয়েছে।
পুলিশ মরদেহের সুরতাহল সম্পূর্ণ করে সেটিকে আলমডাঙ্গা থানায় নিয়ে গিয়েছে। বুধবার সকালে চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে।
নিহতের পরিবার জানান, নির্যাতন ও পিটিয়ে হত্যার পর মুখে বিষ ঢেলে আত্মহত্যার অপপ্রচার চালিয়েছে নিহতের স্বামীর পরিবার।
সম্পাদক ও প্রকাশক: এম বনি ইয়ামিন (এল এল এম- ইবি)
প্রধান সম্পাদক মোঃ আব্দুল্লাহ হক
অক্সফোর্ড মিডিয়া কমিউনিকেশন লিমিটেড