চুয়াডাঙ্গায় বিস্ফোরক আইনের মামলার অন্যতম আসামি ও সাবেক পৌর মেয়র জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক টোটন জোয়ার্দারের পিএস আনিচ গ্রেপ্তার হয়েছেন, সোমবার ২৮ অক্টোবর সন্ধ্যায় ঠাকুরপুরে তার নিজ বাসা থেকে পুলিশ গ্রেপ্তার করে।
চুয়াডাঙ্গা সদর থানায় গত ২০ আগস্ট ২০২৪ তারিখে একটি মামলা (নং-২০) দায়ের করা হয়েছে, যার অধীনে পেনাল কোড ১৮৬০-এর ধারা ১৪৩, ৩২৩, ৩২৪, ৩২৫, ৩২৬ এবং ১১৪ এবং ১৯০৮ সালের বিস্ফোরক উপাদানাবলী আইনের ধারা ৩ ও ৬ অন্তর্ভুক্ত। এ মামলায় ঠাকুরপুর গ্রামের ফজলুর রহমান ওরফে কাবিল। এর ছেলে মোঃ আনিচ ৪৯ নং আসামি হিসেবে এজাহারে তালিকাভুক্ত হয়েছেন।
মামলার অভিযোগে বলা হয়েছে যে, তিনি বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ছিলেন এবং বিস্ফোরক উপাদানাবলী আইনের অধীনে তার বিরুদ্ধেও গুরুতর অভিযোগ আনা হয়েছে।
চুয়াডাঙ্গা সদর থানার ওসি খালেদুর রহমান বিষয়টি নিশ্চিত করেন এবং তিনি জানান আইনগত প্রক্রিয়া শেষে সোপর্দ করা হবে।
সম্পাদক ও প্রকাশক: এম বনি ইয়ামিন (এল এল এম- ইবি)
প্রধান সম্পাদক মোঃ আব্দুল্লাহ হক
অক্সফোর্ড মিডিয়া কমিউনিকেশন লিমিটেড