চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার আনসারবাড়িয়া রেলওয়ে স্টেশনের অদূরে তেলবাহী একটি ট্রেনের আটটি ট্যাঙ্কার লাইনচ্যুত হয়েছে। এ দুর্ঘটনা ঘটে মঙ্গলবার (২২ অক্টোবর) রাত ১টার দিকে। ফলে খুলনার সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে।
এতে চুয়াডাঙ্গাসহ বিভিন্ন স্টেশনে আটকা পড়েছে যাত্রীবাহী বেশ কয়েকটি ট্রেন, যার মধ্যে উল্লেখযোগ্য হলো চিত্রা এক্সপ্রেস, সীমান্ত এক্সপ্রেস, এবং নকশিকাঁথা এক্সপ্রেস। যাত্রীদের মধ্যে কয়েকশ মানুষ ভোগান্তির শিকার হচ্ছেন।
উথলী রেলওয়ে স্টেশনের মাস্টার মিন্টু কুমার রায় জানান, খুলনাগামী তেলবাহী ট্রেনটি উথলী রেলওয়ে স্টেশনের ডাউন সিগন্যাল পয়েন্টের কাছে লাইনচ্যুত হয়। খবর পেয়ে ঘটনাস্থলে উদ্ধারকারী রিলিফ ট্রেন পৌঁছে উদ্ধার কাজ শুরু করেছে।
সম্পাদক ও প্রকাশক: এম বনি ইয়ামিন (এল এল এম- ইবি)
প্রধান সম্পাদক মোঃ আব্দুল্লাহ হক
অক্সফোর্ড মিডিয়া কমিউনিকেশন লিমিটেড