চুয়াডাঙ্গা সদর থানা পুলিশ যৌথবাহিনীর অভিযানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হামলার অভিযোগে অভিযুক্ত ইমদাদুল হক আকাশকে (২৭) গ্রেপ্তার করেছে। আজ সোমবার (২১ অক্টোবর) দুপুরে আকাশকে চুয়াডাঙ্গা সদর থানায় হস্তান্তর করা হয়। এ বিষয়ে চুয়াডাঙ্গা সদর থানার পরিদর্শক (ওসি) খালেদুর রহমান নিশ্চিত করেছেন।
গ্রেপ্তারকৃত ইমদাদুল হক আকাশ চুয়াডাঙ্গা পৌর এলাকার শান্তিপাড়ার বাসিন্দা ইউসুফের ছেলে। তার বিরুদ্ধে ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের উপর হামলা সহ একাধিক মামলা রয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল রোববার শান্তিপাড়া থেকে যৌথবাহিনীর একটি দল আকাশকে গ্রেপ্তার করে। আজ সোমবার তাকে থানায় হস্তান্তর করা হয় এবং পরবর্তীতে পুলিশ তাকে আদালতে সোপর্দ করে।
সম্পাদক ও প্রকাশক: এম বনি ইয়ামিন (এল এল এম- ইবি)
প্রধান সম্পাদক মোঃ আব্দুল্লাহ হক
অক্সফোর্ড মিডিয়া কমিউনিকেশন লিমিটেড