চুয়াডাঙ্গা সদর উপজেলার দৌলতদিয়ার এলাকায় আজ (রোববার, ২০ অক্টোবর) সকালে এক নারীর গলা কেটে হত্যা এবং নগদ অর্থ ও স্বর্ণালংকার লুটের ঘটনা ঘটেছে। নিহত নারী অঞ্জলি রানী বিশ্বাস (৫৫), তিনি দৌলতদিয়ার দক্ষিণপাড়ার বাসিন্দা নরসুন্দর গণেশ পরমানিকের স্ত্রী।
পরিবারের সদস্যদের অভিযোগ অনুযায়ী, দুর্বৃত্তরা বাড়িতে ঢুকে অঞ্জলি রানীকে হত্যা করে এবং ঘরের বাক্স ভেঙে তিন ভরি সোনার গহনা ও নগদ দুই লাখ টাকা নিয়ে পালিয়ে যায়। নিহতের ছোট ভাই অশোক কুমার জানান, তার মেয়ে কলেজ থেকে ফিরে এসে বাড়িতে বোনের মরদেহ দেখতে পায়। তিনি আরও বলেন, তার বোন অসুস্থ ছিলেন এবং চিকিৎসকের কাছে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন।
এ ঘটনাকে কেন্দ্র করে স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। পুলিশ ও সিআইডি সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং আলামত সংগ্রহ করেছেন।
চুয়াডাঙ্গা সদর থানার ওসি শেখ সেকেন্দার আলী জানান, অঞ্জলি রানীকে গলা কেটে হত্যার তথ্য নিশ্চিত হওয়া গেছে। তবে নগদ অর্থ ও স্বর্ণালংকার লুটের বিষয়টি এখনও তদন্তাধীন রয়েছে। হত্যার সঙ্গে জড়িতদের দ্রুত আটক করতে অভিযান চালানো হচ্ছে
সম্পাদক ও প্রকাশক: এম বনি ইয়ামিন (এল এল এম- ইবি)
প্রধান সম্পাদক মোঃ আব্দুল্লাহ হক
অক্সফোর্ড মিডিয়া কমিউনিকেশন লিমিটেড