চুয়াডাঙ্গায় নব দিগন্ত সংঘ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করলেন জেলা বিএনপির সদস্য সচিব ও চুয়াডাঙ্গা প্রেসক্লাব সদস্য শরিফুজ্জামান শরীফ। গতকাল শুক্রবার বিকেল ৪টায় চুয়াডাঙ্গা পৌর এলাকার ঐতিহ্যবাহী বেলগাছি নব দিগন্ত সংঘ ফুটবল মাঠে জমকালো এ টুর্নামেন্টের উদ্বোধন করেন চুয়াডাঙ্গা জেলা বিএনপি'র তৃণমূলের ত্রাণকর্তা শরিফুজ্জামান শরীফ।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শরিফুজ্জামান শরীফ বলেন, যুব সমাজকে সামাজিক অবক্ষয় ও মাদকের হাত থেকে রক্ষা করতে হলে নিয়মিত খেলা-ধুলা আয়োজনের বিকল্প নেই। এছাড়া সীমান্তবর্তী জেলা হিসেবে চুয়াডাঙ্গায় বরাবরই মাদকের ঝঞ্ঝনানি বেশি। তাই যুব সমাজকে মাদকমুক্ত করে খেলাধুলার উন্নয়ন ও দেশ গঠনে অগ্রণী ভূমিকা রাখতে এ ধরনের টুর্নামেন্ট বেশি বেশি আয়োজন করতে হবে। দীর্ঘদিন ধরে চুয়াডাঙ্গার ক্রীড়াঙ্গন নিষ্ক্রিয় হয়ে আছে। তাই সামাজিক ও রাজনৈতিকভাবে এই অঙ্গনটি সংস্কার করে আরো বেগবান করার পাশাপাশি নতুন ক্রীড়াঙ্গন আমরা তৈরি করতে চাই ।
চুয়াডাঙ্গা পৌর বিএনপির সভাপতি ও চুয়াডাঙ্গা পৌরসভার সাবেক জনপ্রিয় কাউন্সিলর সিরাজুল ইসলাম মনির সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন জেলা বিএনপি'র সদস্য ও জেলা কৃষক দলের আহ্বায়ক মোকাররম হোসেন, পৌর স্বেচ্ছাসেবক দলের সভাপতি শফিকুল ইসলাম পিটু, জেলা জাসাসের সভাপতি সেলিমুল হাবিব সেলিম, ৮ নম্বর ওয়ার্ড কাউন্সিলর সাইফুল ইসলাম জোয়াদ্দর্দার, সংরক্ষিত মহিলা কাউন্সিলর শেফালী খাতুন,নব দিগন্ত সংঘের সাবেক সভাপতি প্রবীণ ব্যক্তি মতিয়ার রহমান পান্নু মিয়া, চুয়াডাঙ্গা পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি রাফিতুল্লা মহলদার, ৩ন ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল কুদ্দুস মহলদার, উপজেলা যুবদলের সদস্য সচিব ওয়ার্ড কাউন্সিলর মহলদার ইমরান হোসেন রিন্টু,সদর উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মতিউর রহমান মিশর, বিএনপি নেতা ও জেলা ফুটবল দলের সাবেক কৃতি ফুটবলার বিপুল হাসান হ্যাজী,নিলয় স্পোর্টিং ক্লাবের সভাপতি ও বিএনপি নেতা রায়হান মোল্লা সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
জমকালো আয়োজনে অনুষ্ঠিত নব দিগন্ত সংঘ ফুটবল টুর্নামেন্ট-২০২৪ এর উদ্বোধনী খেলায় মুখোমুখি হয় দীননাথপুর স্পোর্টিং ক্লাব ও জাফরপুর স্পোর্টিং ক্লাব। হাড্ডাহাড্ডি লড়াইয়ের গোলশূন্য নির্ধারিত সময়ের খেলা শেষে টাই ব্রেকারে জাফরপুর স্পোটিং ক্লাব ৫-৪ গোলে জয় লাভ করে শুভ সূচনা করে । এ টুর্নামেন্ট আয়োজক কমিটির পক্ষে নিরবচ্ছিন্নভাবে দায়িত্ব পালন করেন বখতিয়ার হামিদ, সুইট, মিনাজ উদ্দিন,মাবুদ, মাফি, মুক্তার, আবু সাঈদ, হাজী আব্দুল ওয়াহিদ মাস্টার, রাজা প্রমূখ।
উদ্বোধনী ম্যাচটি পরিচালনা করেন শফিকুন্নবী রিয়ান,রেজাউল হক রিজু ও পারভেজ। খেলার ধারাভাষ্য প্রদান করেন ইসলাম রকিব ও শরিফুল ইসলাম রাজা। আজ একই মাঠে বিকাল সাড়ে তিনটায় টুর্নামেন্টের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে শহীদ মুগ্ধ একাদশ ও ইয়াংস্টার স্পোর্টিং ক্লাব।
সম্পাদক ও প্রকাশক: এম বনি ইয়ামিন (এল এল এম- ইবি)
প্রধান সম্পাদক মোঃ আব্দুল্লাহ হক
অক্সফোর্ড মিডিয়া কমিউনিকেশন লিমিটেড