কুমিল্লার হোমনায় নৌকা ডুবিতে সামিয়া (১২) ও সামিয়া আক্তার(১২) নামের ২ স্কুল ছাত্রী নিহত হয়েছে।
আজ সোমবার বিকাল ৪ টার দিকে রামকৃষ্ণপুর কানাই শাহ ঘাটে এ ঘটনা ঘটে। নিহত সামিয়া বাঞ্ছারামপুর উপজেলার চরলহনীয়া গ্রামের আবু মুছার মেয়ে ও সামিয়া আক্তার(১২) একই গ্রামেরর গোলাম মোস্তফার মেয়ে। তারা উভয়েই রামকৃষ্ণপুর কামালস্মৃতি বালিকা উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেনীর ছাত্রী।
প্রত্যক্ষ দর্শীরা জানান, সোমবার ৯ সেপ্টেম্বর বিকাল ৪ টায় রামকৃষ্ণপুর কামাল স্মৃতি বালিকা উচ্চ বিদ্যালয় ও রামকৃৃষপুর কে,কে আর কে উচ্চ বিদ্যালয় ছুটি হলে নৌকা যোগে বাঞ্ছারামপুর উপজেলার চরলহনীয়া, কলাকান্দি। নিজ কান্দির ছাত্র ছাত্রীরা কানাই লাল সাহার বাড়ি সংলগ্ন খেয়া ঘাট দিয়ে ৩০-৩২ জন ছাত্র-ছাত্রী ও সাধারন যাত্রী নিয়ে নৌকা ছেড়ে যায়।
কিন্ত চরলহনীয়া গ্রামের কাছাকাছি গেলে বালুবাহী নৌকার ঢেউ লেগে নৌকাটি ডুবে যায়। অনেকে সাতার কেটে কিনারে পৌছে। তারা দু'জন পৌঁছাতে ব্যর্থ হয়।
পরে দু'জনকে উদ্ধার করে হোমনা উপজেলা স্থাস্ব্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্য রত ডাক্তার দুইজনকে মৃত ঘোষনা করা হয়।
হোমনা হাসপাতাল কর্তৃপক্ষ বিষয়টি নিশ্চিত করেছেন ।
সম্পাদক ও প্রকাশক: এম বনি ইয়ামিন (এল এল এম- ইবি)
প্রধান সম্পাদক মোঃ আব্দুল্লাহ হক
অক্সফোর্ড মিডিয়া কমিউনিকেশন লিমিটেড