মোঃ আব্দুল্লাহ হক চুয়াডাঙ্গা:বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান ( এমপিও ভুক্ত স্কুল, কলেজ ও মাদ্রাসা) জাতীয়করণের এক দফা দাবিতে চুয়াডাঙ্গা জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছে। গতকাল সকাল ১১ টায় চুয়াডাঙ্গা জেলার বিভিন্ন স্কুল, কলেজ ও মাদ্রাসার বৈষম্য বিরোধী শিক্ষকগণ চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের কার্যালয়ে হাজির হয়ে স্মারকলিপি প্রদান করেন। স্মারকলিটি গ্রহণ করেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক ড. কিসিঞ্জার চাকমা।।
বৈষম্য বিরোধী সম্মিলিত শিক্ষক সমাজের ব্যানারে কেন্দ্রীয় কর্মসূচি হিসেবে ৬৪জেলায় একযোগে এ স্মারকলিপি প্রদান করা হয়। স্মারকলিপির প্রধান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খুলনা বিভাগের সমন্বয়কারি চুয়াডাঙ্গা কামিল মাদ্রাসার সহকারী শিক্ষক মো: লেলিন হোসেন, চুয়াডাঙ্গা একাডেমির সহকারী শিক্ষক জামাল উদ্দিন , চুয়াডাঙ্গা কামিল মাদরাসার সহকারী অধ্যাপক শরিফুল ইসলাম,আল হেলাল ইসলামী মাধ্যমিক বিদ্যালয় সহকারী শিক্ষক আব্দুল হাই,, হাজরাহাটি মাধ্যমিক বিদ্যালয় এর সাকলাইন রাসেল, রাহেলা খাতুন গার্লস একাডেমীর সেলিনা খাতুন, আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয় এর শাহিন আলী সহ জেলা শহরের ১০ টি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক-শিক্ষিকাগণ। স্মারকলিপি প্রধান অনুষ্ঠানটি সার্বিক পরিচালনা করেন বৈষম্য বিরোধী শিক্ষক সমাজের চুয়াডাঙ্গা জেলা সমন্বয়কারী চুয়াডাঙ্গা কামিল মাদ্রাসার সহকারী শিক্ষক রকিবুল ইসলাম (ইসলাম রকিব)।
।
সম্পাদক ও প্রকাশক: এম বনি ইয়ামিন (এল এল এম- ইবি)
প্রধান সম্পাদক মোঃ আব্দুল্লাহ হক
অক্সফোর্ড মিডিয়া কমিউনিকেশন লিমিটেড