চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার খেজুর তলা স্কুল মাঠে লিজেন্ড - জুনিয়র একাদশের প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে তীব্র প্রতিদ্বন্দ্বিতা পূর্ণ এ প্রীতি ম্যাচে লিজেন্ড একাদশ ২-১ গোলে জুনিয়র একাদশকে পরাজিত করে। লিজেন্ড একাদশের অধিনায়ক ছিলেন আলমডাঙ্গা উপজেলা জামায়াতে ইসলামীর আমির ও নাগদহ ইউনিয়নের সাবেক জনপ্রিয় চেয়ারম্যান দারুস সালাম।লিজেন্ড একাদশের পক্ষ হয়ে খেলা অংশগ্রহণ করেন রফিকুল ইসলাম মেম্বার, হাসেম আলী, নূর হোসেন, মিলন, মনিরুল ইসলাম, মিল্টন, মনোয়ার হোসেন, ইসলাম, মিল্টন-২, জুয়েল রানা, রাসেল রানা, আশরাফুল, হিসামদ্দীন,মাসুদ রানা, ইজাজুল হক,হেলাল উদ্দিন, নুরুল ইসলাম, আনিস মেম্বার, একদুল মেম্বার, সিদ্দিক ও আলমগীর হোসেন।
জুনিয়র একাদশের অধিনায়ক ছিলেন বুলবুল আহমেদ। এছাড়া খেলায় অংশগ্রহণ করেন মিলন, বিপ্লব, আলামগীর , সোহাগ, রহমান, রিয়ন, সবুজ, রাফিজ, কবির, রিয়াদ ,সাইয়েদ , ইব্রাহিম ,সাজিম, ফরিদ,ইমরান ,ইমন ,হারুন ,সুমন ,নাফিজ , সরিফুল
বিপ্লব (২),তারিক ,অন্তর ও ডালিম । খেলা শেষে নাগদহ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান দারুস সালাম বলেন, যুবসমাজকে মাদক ও (ডিজিটাল প্রযুক্তির ) সামাজিক যোগাযোগ মাধ্যমের কুফল থেকে মুক্ত রাখতে হলে খেলা-ধুলার বিকল্প নেই। তাই লেখা-পড়ার পাশাপাশি যুব সমাজকে নিয়মিত খেলাধুলা ও সাংস্কৃতিক চর্চায় অংশগ্রহণ করতে হবে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীরা যে প্ল্যাটফর্ম উপহার দিয়েছে সেই প্লাটফর্ম কাজে লাগিয়ে যুব সমাজকে দুর্নীতি মুক্ত দেশ বীনির্মাণে কাজ করতে হবে।
ফুটবল ম্যাচটি পরিচালনা করেন মুন্সিগঞ্জ বালিকা বিদ্যালয়ের সহকারী শিক্ষক রিফাত আলী ও সহ সহকারি রেফারি গণ ।
সম্পাদক ও প্রকাশক: এম বনি ইয়ামিন (এল এল এম- ইবি)
প্রধান সম্পাদক মোঃ আব্দুল্লাহ হক
অক্সফোর্ড মিডিয়া কমিউনিকেশন লিমিটেড