চুয়াডাঙ্গা আলমডাঙ্গা উপজেলাধীন মাধবপুর মডেল হাইস্কুলের চারুকলার শিক্ষক মো আক্তারুজ্জামান যশোরে অজ্ঞান পার্টির কবলে পড়েছেন। গতকাল বিএড পরিক্ষা শেষ ফেরার পথে এ দূর্ঘটনায় পড়েন।
জানা যায় দুপুর আড়ায়টার দিকে যশোর পালবাড়ি স্ট্যান্ড থেকে দেশের বাড়ি ঝিনাইদহ জেলার মহেশপুর গ্রামে যাবার উদ্দেশ্যে রাসেল পরিবহনের বাসে ওঠেন। পাশের সিটে বসা যাত্রীর অনুরোধে ডাবের অর্ডার করেন। পাশের সিটে বসা চক্র অভিনব কায়দায় ডাবের পানিতে চেতনানাশক মেডিসিন মিশিয়ে খেতে দেয় স্কুল শিক্ষক আক্তারুজ্জামান কে। ডাবের পানি পানের ১০ মিনিটের ভেতর তিনি জ্ঞান হারান। এই সুযোগে অজ্ঞান পার্টির সদস্যরা স্বর্ণের আংটি,পকেট থেকে দুইটা স্মার্ট ফোন এবং কাগজপত্র সহ টাকার ব্যাগ নিয়ে ভেগে যায়। বাস মহেশপুরের সামন্তা এলাকায় শেষ স্টপে পৌছালে এলাকার পরিচিত মানুষ সেখান থেকে অজ্ঞান অবস্থায় উদ্ধার করে জীবননগর স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করেন । কর্তব্যরত চিকিৎসক সেখান থেকে ঝিনাইদহ সদর হাসপাতালে রেফার্ড করেন। ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করান এবং প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর শেষ রাতে জ্ঞান আসে। হাসপাতালের মেডিসিন বিভাগের ডাক্তার জাকির হোসেন জানান রোগী এখন সম্পূর্ণ আশংকামুক্ত। শিক্ষক আক্তারুজ্জামানের জ্ঞান আসার পর তার কাছে ঘটনা জানতে চাইলে তিনি বলেন যশোরের মতো ছোট শহরে এমন দূর্ঘটনা আসলে মেনে নেওয়া দু:ক্ষজনক। তিনি পুলিশ প্রশাসনের কাছে দাবি যানান ছিনতাইকারীদের সনাক্ত করে যেনো দ্রুত আইনের আওতায় আনা হয় এবং তার খোয়া যাওয়া মালামাল ফেরত পাবার আশা প্রকাশ করেন।
সম্পাদক ও প্রকাশক: এম বনি ইয়ামিন (এল এল এম- ইবি)
প্রধান সম্পাদক মোঃ আব্দুল্লাহ হক
অক্সফোর্ড মিডিয়া কমিউনিকেশন লিমিটেড