রাঙ্গামাটি জেলার বিলাইছড়ি উপজেলার সবচেয়ে দুর্গম ৪নং বড়থলি ইউপি চেয়ারম্যান আতোমং মারমা গুলিবিদ্ধ হয়ে চিকিৎসাধীন অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুবরণ করেছেন। বৃহস্পতিবার (৩০ মে) আনুমানিক রাত ১১: ৩৮মিনিটে মৃত্যুবরণ করেন।
বিলাইছড়ি উপজেলা নির্বাহী অফিসার মোঃ জামশেদ আলম সত্যতা নিশ্চিত করে জানান, ৪নং বড়থলি ইউপি চেয়ারম্যান আতোমং মারমা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার রাতে মৃত্যুবরণ করেন। নিয়ম অনুযায়ী লাশ পোস্টমর্টেম করা হয়েছে। যতটুকু জানি থানায় এখনো মামলা হয়নি।
বিলাইছড়ি উপজেলা চেয়ারম্যান বীরোত্তম তঞ্চঙ্গ্যা বলেন, ৪নং বড়থলি ইউপি চেয়ারম্যান আতোমং মারমাকে গত ২২মে দুর্বৃত্তরা গাদা বন্দুক দিয়ে গুলিবিদ্ধ করে। বৃহস্পতিবার চিকিৎসাধীন অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুবরণ করেন। অস্ত্রোপচার করে তার শরীর থেকে ৫টি গুলি বের করে দেয়া হয় এবং শরীরে আরও দুটি গুলি ছিল বলে চিকিৎসকরা জানিয়েছে। তিনি আরও বলেন, থানায় এখনো মামলা হয়নি। হয়তো পরিবারের পক্ষ থেকে মামলা করা হতে পারে।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বিলাইছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আক্তার হোসেন বলেন, বড়থলি ইউপি চেয়ারম্যান আতোমং মারমা চট্টগ্রাম মেডিকেলে চিকিৎসাধীন ছিলেন। বৃহস্পতিবার রাতে চট্টগ্রাম মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় মারা যান বলে সংবাদ পেয়েছি।বাকিটা প্রয়োজনীয় ব্যবস্থায় গ্রহন করা হচ্ছে। থানায় এখনো পরিবারের পক্ষ থেকে মামলা করা হয়নি বলে তিনি জানান। মামলা করা হলে আইনানুক ব্যাবস্থা গ্রহন করা হবে।
উল্লেখ্য, গত ২২ মে গভীর রাতে বড়থলিতে দুর্বৃত্তরা বড়থলি ইউপি চেয়ারম্যান আতোমং মারমাকে গুলি করে।
গুলিবিদ্ধ চেয়ারম্যানকে সেনাবাহিনীর সহযোগিতায় নিজ গ্রামের লোকজন মধ্যরাতে কাঁধে করে বহন করে। পরে পায়ে হেঁটে চিকিৎসার জন্য ভোর ৫:৪৫ মিনিটে রুমা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা সেবা দিয়ে জেলা সদর হাসপাতালে রেফার করে। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। সর্বশেষ গতকাল ৩০মে বৃহস্পতিবার চিকিৎসাধীন অবস্থায় চট্টগ্রাম মেডিকেলে মৃত্যুবরণ করে।
সম্পাদক ও প্রকাশক: এম বনি ইয়ামিন (এল এল এম- ইবি)
প্রধান সম্পাদক মোঃ আব্দুল্লাহ হক
অক্সফোর্ড মিডিয়া কমিউনিকেশন লিমিটেড