চুয়াডাঙ্গায় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহ ২০২৪ এর উদ্বোধন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল ১১ টায় চুয়াডাঙ্গা জেলা শহরের কেদারগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের হলরুমে এই কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহ'র উদ্বোধন করেন চুয়াডাঙ্গা সিভিল সার্জন ডাঃ সাজ্জাৎ হাসান । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী অফিসার ফাতেমা তুজ জোহরা, চুয়াডাঙ্গা পৌর মেয়র জাহাঙ্গীর আলম মালিক খোকন, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার তবিবুর রহমান, ডাঃ সাজিদ হাসান, জেলা মাধ্যমিক শিক্ষা অফিসের গবেষণা কর্মকর্তা আলমগীর হোসেন,চুয়াডাঙ্গা পৌরসভার টিকা দান সুপারভাইজার আলী হোসেন, সিভিল সার্জন অফিসের জুনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা দেলোয়ার হোসেন, কেদারগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা পরিষদের সহ-সভাপতি খন্দকার নূর-এ রহমান লেলিন, প্রধান শিক্ষক শোয়াইব হোসেন শোয়েব সহ বিদ্যালয় এর সকল শিক্ষক মন্ডলী, অভিভাবক এবং শিক্ষার্থীগণ।
চুয়াডাঙ্গা সিভিল সার্জন অফিস ও চুয়াডাঙ্গা পৌরসভার যৌথ উদ্যোগে জাতীয় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহর কার্যক্রম চলবে আগামী ২৯ মে পর্যন্ত। এ বছর চুয়াডাঙ্গা পৌরসভার ৫ থেকে ১৬ বছর বয়সী শিশুদের মধ্যে ১৯,৫০০ কৃমি নাশক ট্যাবলেট বিতরণ ও খাওয়ানো হবে বলে জানিয়েছেন চুয়াডাঙ্গা পৌরসভা ও সিভিল সার্জন অফিস চুয়াডাঙ্গা।
সম্পাদক ও প্রকাশক: এম বনি ইয়ামিন (এল এল এম- ইবি)
প্রধান সম্পাদক মোঃ আব্দুল্লাহ হক
অক্সফোর্ড মিডিয়া কমিউনিকেশন লিমিটেড