সাংবাদিক সদরুল নিপুল (৪২) হত্যার ১০ বছর পূর্ণ হলো। ২০১৪ সালের ২০ মে রাতে তাকে হত্যা করে চুয়াডাঙ্গা মোমিনপুর রেলওয়ে স্টেশনে লাইনের ওপর ফেলে রাখা হয়। তিনি ছিলেন ওই স্টেশনের নিকটবর্তী মোমিনপুর গ্রামের মৃত নুর মোহাম্মদের ছেলে। সদরুল নিপুল দৈনিক মাথাভাঙ্গার মোমিনপুর ইউনিয়ন প্রতিনিধি হিসেবে কাজ করতেন।
২০১৪ সালের আজকের এইদিন অর্থাৎ ২১ মে সকালে সাংবাদিক সদরুল নিপুলের ১০ টুকরো লাশ উদ্ধার করে রেলওয়ে পুলিশ। চুয়াডাঙ্গা সদর উপজেলার মোমিনপুর রেলস্টেশন থেকে লাশের টুকরো ছাড়াও তার মোবাইলফোন উদ্ধার করা হয়। সদরুল নিপুল একজন শাদা মনের মানুষ ছিলেন। মাদক ও সন্ত্রাসীদের বিরুদ্ধে সংবাদ পরিবেশনের কারণেই তাকে হত্যা করা হয়েছিল বলে চুয়াডাঙ্গার অনেক সাংবাদিক তাকে নিয়ে বিশেষ প্রতিবেদন করেছিলেন। দৈনিক প্রথম আলো প্রতিনিধি শাহ আলম সনির একাধিক প্রতিবেদন তার মধ্যে উল্লেখযোগ্য। এছাড়া চুয়াডাঙ্গার সব সাংবাদিক নিজ নিজ পত্রিকায় বিশেষ রিপোর্ট প্রকাশ করেন এবং হত্যার বিচার চেয়ে আন্দোলনও করেন। অন্যান্যের মধ্যে সাংবাদিক জিসান আহমেদের সহযোগিতায় সাংবাদিক আরিফুল ইসলাম ডালিম (২০২১ সালের ১২ আগস্ট প্রয়াত) যমুনা টেলিভিশনে বিশেষ প্রতিবেদন করেছিলেন। তার সাক্ষাৎকার গ্রহণকালের কয়েকটি ছবি আমার কাছে সংরক্ষিত আছে। সাংবাদিক সদরুল নিপুল ভাইয়ের জন্য সকলের দোয়া চাই। আল্লাহ তাকে জান্নাত নসিব করুন।
সম্পাদক ও প্রকাশক: এম বনি ইয়ামিন (এল এল এম- ইবি)
প্রধান সম্পাদক মোঃ আব্দুল্লাহ হক
অক্সফোর্ড মিডিয়া কমিউনিকেশন লিমিটেড