শাপলা টিভি,
তুমি ছড়াইয়ছি বাংলায় সত্যের সুরভী।
দিন দিন বৃদ্ধি পাইয়াছে তোমার সমাদর,
নিত্য প্রকাশিত হয় তোমাতে সাচ্চা সংবাদ প্রচার।
অন্যায়ের বিরুদ্ধে শাপলা টিভি বজ্র কঠিন,
মিথ্যার বিরুদ্ধে দাঁড়ায় সর্বদা ভয়-ভীতিহীন।
নিঃসংকোচে সত্য প্রকাশে তুমি চির অকুতোভয়,
তথ্য-প্রমাণ নিয়ে শাপলা টিভি থাকে সত্যের পক্ষে সব সময়।
চারিদিকে ঘটে যাওয়া নানান ঘটনা,
শাপলা টিভিতে করা হয় তা টাটকা পরিবেশনা।
বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনায় শাপলা টিভি প্রতিশ্রুতিশীল,
জ্ঞান-বিজ্ঞান উপস্থাপনায় তুমি দারুন গতিশীল।
শাপলা টিভি কে জানাই সাধুবাদ,
তোমাতে প্রকাশিত হোক সদা নিখুঁত সংবাদ।
লেখক: মুহাম্মদ তাজুল ইসলাম
বিএফ শাহিন স্কুল এন্ড কলেজ
সম্পাদক ও প্রকাশক: এম বনি ইয়ামিন (এল এল এম- ইবি)
প্রধান সম্পাদক মোঃ আব্দুল্লাহ হক
অক্সফোর্ড মিডিয়া কমিউনিকেশন লিমিটেড