প্রিন্ট এর তারিখঃ মে ২২, ২০২৫, ১০:৩০ পি.এম || প্রকাশের তারিখঃ মার্চ ১০, ২০২৪, ৯:৩৯ এ.এম
অ্যাডভোকেট কাজলের গ্রেপ্তারে ববি হাজ্জাজের নিন্দা

- সুপ্রিম কোর্ট বার নির্বাচনে হস্তক্ষেপ এবং বিএনপি প্যানেলের সাধারণ সম্পাদক পদপ্রার্থী অ্যাডভোকেট রুহুল কুদ্দুস কাজলের গ্রেপ্তারের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন-এনডিএম চেয়ারম্যান ববি হাজ্জাজ।
- রবিবার (১০ মার্চ) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে ববি হাজ্জাজ বলেন, “ভোট ডাকাতিতে অভ্যস্ত আওয়ামী মাফিয়া গোষ্ঠী বারবার সুপ্রিম কোর্টের মত আস্থার জায়গায় নগ্ন হস্তক্ষেপ করছে। যুবলীগ চেয়ারম্যানের স্ত্রীকে কারচুপি করে জেতাতে তাঁরা বারের নির্বাচনে যেভাবে কালো থাবা বসিয়েছে, ইতিহাসের পাতায় সেটা এক কলঙ্কজনক অধ্যায় হিসাবে লেখা থাকবে। প্রকৃত দোষীদের গ্রেপ্তার না করে জনপ্রিয় প্রতিবাদী আইনজীবী বিএনপি প্যানেলের সাধারণ সম্পাদক পদপ্রার্থী অ্যাডভোকেট রুহুল কুদ্দুস কাজলকে শুধুমাত্র রাজনৈতিক প্রতিহিংসার কারণে আটক করা হয়েছে। আমরা এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বে তাঁর মুক্তি দাবি করছি। সরকার যেভাবে দেশের প্রতিটি গণতান্ত্রিক প্রতিষ্ঠানকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গিয়েছে সেখান থেকে দেশ এবং জাতিকে মুক্তি দিতে ঐক্যবদ্ধ গণআন্দোলনের কোন বিকল্প নাই। আমরা সুপ্রিম কোর্ট বার নির্বাচনে সন্ত্রাসী কায়দায় হস্তক্ষেপের ঘটনার বিচার বিভাগীয় তদন্ত দাবি করছি এবং অভিযুক্ত যুবলীগ চেয়ারম্যানের স্ত্রী অ্যাডভোকেট নাহিদ সুলতানা যুথীকে আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি। আমরা হুঁশিয়ার করে বলতে চাই, প্রতিহিংসার রাজনীতি থেকে বের না হয়ে আসলে আওয়ামী লীগকে নিজের অস্তিত্ব বিলিয়ে দিয়ে এর মূল্য পরিশোধ করতে হবে।”
সম্পাদক ও প্রকাশক: এম বনি ইয়ামিন (এল এল এম- ইবি)
প্রধান সম্পাদক মোঃ আব্দুল্লাহ হক
অক্সফোর্ড মিডিয়া কমিউনিকেশন লিমিটেড