*কুষ্টিয়া ২ আসনের নব্য সংসদ সদস্য কামারুল আরেফিনের সহধর্মিণীর উপস্থিতিতে কুষ্টিয়া জেলার মিরপুর উপজেলার আবুরী-মাগুরা মাধ্যমিক বিদ্যালয়ে বিদায় অনুষ্ঠান ও নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত।*
২০২৪ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও এই বছর ৬ষ্ঠ শ্রেণিতে ভর্তিকৃত নবাগত শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হলো কুষ্টিয়া জেলার মিরপুর উপজেলার আবুরী-মাগুরা মাধ্যমিক বিদ্যালয়ে। এই বর্ণালী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া ২ আসনে সদ্য বিজয়ী সংসদ সদস্য কামারুল আরেফিনের সহধর্মিণী মোছাঃ সামছুন্নাহার পারভীন শেফালী। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মালিহাদ ইউনিয়নের চেয়ারম্যান ও আওয়ামীলিগের মালিহাদ ইউনিয়ন শাখার সভাপতি মোঃ আকরাম হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আওয়ামীলিগের মালিহাদ ইউনিয়নের সাধারন সম্পাদক মোঃ ইউনুচ আলী, সাবেক সদস্য মালিহাদ ইউনিয়ন মীর মোসাদ্দেক আলী, বিশিষ্ঠ সমাজ সেবক মোঃ জিহাদ মিয়া, স্কলার মডেল স্কুলের পরিচালক মোঃ আতিকুর রহমান (শাহাবুল)। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আবুরী-মাগুরা মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি মোঃ আব্দুল মান্নান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুল মান্নান চৌধুরী। তিনি তার বক্তব্যে বিদ্যালয়ের প্রয়োজনীয় কিছু অবকাঠামো উন্নয়নের জন্য মাননীয় সংসদ সদস্যের কাছে অবগত করার জন্য তার সহধর্মিণীর কাছে অনুরোধ করেন।
সম্পাদক ও প্রকাশক: এম বনি ইয়ামিন (এল এল এম- ইবি)
প্রধান সম্পাদক মোঃ আব্দুল্লাহ হক
অক্সফোর্ড মিডিয়া কমিউনিকেশন লিমিটেড