চুয়াডাঙ্গা অফিস: চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দর্শনা থানা পুলিশ কর্তৃক মাদকবিরোধী বিশেষ অভিযানে ১২০ লিটার চোলাই মদসহ জয়দেব কুমার বিশ্বাসকে গ্রেফতার করেছে। গতকাল সোমবার সকাল সাড়ে ১০টার দিকে দর্শনা মনোরঞ্জন মার্কেটের সামনে এই অভিযান চালানো হয়। গ্রেফতারকৃত জয়দেব কুমার দর্শনা পৌর এলাকার আজিমপুরের মৃত মুরালী মোহন বিশ্বাসের ছেলে। দর্শনা থানার অফিসার ইনচার্জ জনাব বিপ্লব কুমার সাহা জানান, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল সোমবার সকাল সাড়ে ১০ দিকে এসআই আঃ রহমান সঙ্গীয় অফিসার-ফোর্সসহ মাদকবিরোধী বিশেষ অভিযান চালায়। এসময় দর্শনা পৌরসভাস্থ রেল বাজার মনোরঞ্জন মার্কেটের দক্ষিন পাশে মোসার্স লিখন এন্টার প্রাইজ এর সামনে ইটের সলিং রাস্তার উপর হতে মাদক পাচারকারি জয়দেব কুমার বিশ্বাসকে ১২০ লিটার অবৈধ চোলাই মদসহ আটক করতে সক্ষম হয়। তার বিরুদ্ধে দর্শনা থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: এম বনি ইয়ামিন (এল এল এম- ইবি)
প্রধান সম্পাদক মোঃ আব্দুল্লাহ হক
অক্সফোর্ড মিডিয়া কমিউনিকেশন লিমিটেড