মেহেরপুর অফিস: মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ৬ গ্রাম হেরোইনসহ রিয়াজ উদ্দিন নামে এক চিহ্নিত মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে গাংনীর ধলা পুলিশ ক্যাম্প। রবিবার সন্ধ্যায় তাকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে মাদকের অভিযোগে একাধিক মামলা আছে। গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তাজুল ইসলাম জানান, মজির উদ্দিনের বাড়ির পাশে হেরোইন বিক্রি করছে এমন তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে রিয়াজকে গ্রেপ্তার করা হয়। পরে তার দেহ তল্লাশি করে ৬ গ্রাম হেরোইন জব্দ করা হয়েছে। তিনি আরও জানান, গ্রেপ্তার রিয়জ উদ্দিন এলাকার একজন চিহ্নিত মাদক কারবারি। মাদক উদ্ধারের ঘটনায় তার বিরুদ্ধে গাংনী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা করা হয়েছে। গতকাল সোমবার সকালে তাকে আদালতে পাঠানোর কথা আছে।
সম্পাদক ও প্রকাশক: এম বনি ইয়ামিন (এল এল এম- ইবি)
প্রধান সম্পাদক মোঃ আব্দুল্লাহ হক
অক্সফোর্ড মিডিয়া কমিউনিকেশন লিমিটেড