প্রিন্ট এর তারিখঃ মে ২২, ২০২৫, ১০:২৯ পি.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ১৭, ২০২৩, ৭:৩১ এ.এম
চুয়াডাঙ্গার বাড়াদী সীমান্তে বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি নিহত।

- মোঃ আব্দুল্লাহ হক চুয়াডাঙ্গা:
- চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার বাড়াদী সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে দুই বাংলাদেশি নিহত হয়েছে।। শনিবার (১৬ ডিসেম্বর) রাতের দিকে যেকোন সময় ভারতীয় বর্ডার সীমান্তের মধ্যে এ ঘটনাটি ঘটে ,বিষয়টি দর্শনা থানা পুলিশের পরিদর্শক (ওসি) বিপ্লব কুমার সাহা গনমাধ্যমকে নিশ্চিত করেছেন।
- নিহতরা দুইজন হলেন,চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার পারকৃষ্ণপুর-মদনা ইউনিয়নের ছয়ঘরিয়া গ্রামের ব্যাকপাড়ার হায়দার আলীর ছেলে সাজিদুল ইসলাম (২৫) ও একই এলাকার শরিয়তুল্লাহর ছেলে খাজা মঈনউদ্দিন (৩২)। নিহত সাজিদুল ইসলামের একটি ও খাজা মঈনউদ্দিনের তিন সন্তান রয়েছে।
- দর্শনা থানা পুলিশের পরিদর্শক (ওসি) বিপ্লব কুমার সাহা জানান, দুজন বাংলাদেশি ভারতে অবৈধভাবে অনুপ্রবেশ করেছিল। ভারতের কৃষ্ণনগর থানাধীন এলাকায় বিএফএফের গুলিতে তারা নিহত হয়েছেন বলে জেনেছি। মরদেহ সেখানে আছে। ধারণা করা হচ্ছে তারা অবৈধভাবে গরু নিয়ে আনতে গিয়েছিল।
- চুয়াডাঙ্গা-৬ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাঈদ মোহাম্মদ জাহিদুর রহমানের সরকারি নম্বরে ফোন করলে রিসিভ
- করেননি
সম্পাদক ও প্রকাশক: এম বনি ইয়ামিন (এল এল এম- ইবি)
প্রধান সম্পাদক মোঃ আব্দুল্লাহ হক
অক্সফোর্ড মিডিয়া কমিউনিকেশন লিমিটেড