মোঃ আব্দুল্লাহ হক চুয়াডাঙ্গা:
টানা কদিন চুয়াডাঙ্গায় তাপমাত্রা কমায় শীতের তীব্রতা বেড়েই চলছে। রবিবার ১৭ ডিসেম্বর সকালে চুয়াডাঙ্গায় তাপমাত্রা নেমে এসেছে ১০ ডিগ্রিতে। চুয়াডাঙ্গা প্রতিদিন সকালে থাকছে ঘন কুয়াশা। বেলা না বাড়লে রোদের দেখা মিলছে না। শীত চলছে সারাদিনই। তিব্র শীতে চুয়াডাঙ্গার নিম্নআয়ের মানুষ বিপাকে পড়েছে, কাজের জন্য তাদের শীত উপেক্ষা করে ঘরের বাইরে আসতে হচ্ছে। কিন্তু তিব্র শীতে বাড়ি থেকে বের হওয়া কষ্টকর হয়ে যাচ্ছে জনসাধারণের।
চুয়াডাঙ্গা আবহাওয়া অফিস সুত্রে জানা গেছে, আজ রবিবার সকাল ৬টায় চুয়াডাঙ্গা জেলার তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১০.৬ ডিগ্রি সেলসিয়াস। পরে সকাল ৯ টায় চুয়াডাঙ্গার সর্বনিম্ন তাপমাত্রা রের্কড করা হয় ১০ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। এই অবস্থা আরো কিছুদিন থাকতে পারে। এতে আজ বাতাসের আদ্রতা আছে ৮৬%। সামনে দিন থেকে তাপমাত্রা নিচে নামবে বলে জানান জেলার আবহাওয়া অফিস। ফলে শীতের তীব্রতা আরও বাড়বে।
সম্পাদক ও প্রকাশক: এম বনি ইয়ামিন (এল এল এম- ইবি)
প্রধান সম্পাদক মোঃ আব্দুল্লাহ হক
অক্সফোর্ড মিডিয়া কমিউনিকেশন লিমিটেড