প্রিন্ট এর তারিখঃ মে ২২, ২০২৫, ১০:১৪ পি.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ১৪, ২০২৩, ৯:২০ এ.এম
গাইবান্ধায় দ্রুত গতির সিএনজির ধাক্কায় পুলিশ সদস্য নিহত

- গাইবান্ধা প্রতিনিধি : গাইবান্ধার বোর্ড বাজার এলাকায় সিএনজির ধাক্কায় এক পুলিশ সদস্য নিহত হয়েছেন।বৃহস্পতিবার সকাল সাড়ে ৮ টার দিকে গাইবান্ধা-সাঘাটা সড়কের বোর্ডবাজার এলাকায় এই ঘটনাটি ঘটে।নিহত পুলিশ সদস্য সুমন মিয়া সদর থানার গাড়ি চালক ছিলেন। তার বাড়ি রংপুর জেলার পিরগাছা থানায় বলে জানা যায়।
- স্থানীয়দের সুত্রে জানা যায়, আজ সকাল ৮ টার দিকে সুমন মিয়া নিজ মোটরসাইকেল নিয়ে পুলিশ লাইন সংলগ্ন ভাড়া বাসা থেকে অফিসে যাওয়ার পথে পুলিশ লাইনস (বোর্ড বাজার) এলাকায় অপরদিক থেকে আশা সিএনজির সঙ্গে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় গুরুতর আহত হন সুমন মিয়া। তাকে চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
- গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাসুদ রানা সড়ক দুর্ঘটনায় পুলিশ সদস্য নিহতের বিষয়টি নিশ্চিত করেন।
সম্পাদক ও প্রকাশক: এম বনি ইয়ামিন (এল এল এম- ইবি)
প্রধান সম্পাদক মোঃ আব্দুল্লাহ হক
অক্সফোর্ড মিডিয়া কমিউনিকেশন লিমিটেড