চুয়াডাঙ্গার জীবননগর থানা পুলিশ অভিযান পরিচালনা করে ৩৫ বোতল ফেন্সিডিলসহ ৩ জনকে গ্রেফতার করেছে। বৃহস্পতিবার, ৯ নভেম্বর সকাল সাড়ে ৮ টায় জীবননগর থানার অফিসার ইনচার্জ এস.এম.জাবীদ হাসানের নেতৃত্বে এসআই (নি:) এস.এম রায়হান সঙ্গীয় অফিসার ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার মেদিনীপুর মোড়ে অভিযান চালায়। এসময় মেদিনীপুর পশ্চিমপাড়ার নিজাম গাজির ছেলে আঃ লতিফ (৪৩), হামিদ আলীর ছেলে মোঃ টনিক আলী (২৬) ও তৈয়ব আলীর ছেলে মোঃ ফিরোজ আলী মন্ডল (২৭) কে গ্রেফতার করে। পরে তাদের দেহ তল্লাসী করে বিশেষ কায়দায় রাখা ৩৫ বোতল উদ্ধার করে। আটককৃত আসামীদের বিরুদ্ধে জীবননগর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে
সম্পাদক ও প্রকাশক: এম বনি ইয়ামিন (এল এল এম- ইবি)
প্রধান সম্পাদক মোঃ আব্দুল্লাহ হক
অক্সফোর্ড মিডিয়া কমিউনিকেশন লিমিটেড