বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির তৃতীয় দফায় ডাকা দু’দিনের অবরোধ ৮ নভেম্বর (বুধবার) সকালে শুরু হয়েছে। চুয়াডাঙ্গায় অবরোধের দ্বিতীয় দিনের শুরুতে বৃহস্পতিবার সকাল ৭টার পরে অবরোধের সমর্থনে চুয়াডাঙ্গা শহরের রেল বাজারের চুয়াডাঙ্গা-ঝিনাইদহ সড়কে বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা একটি ঝটিকা মিছিল বের করে।
চুয়াডাঙ্গা শহরের রেল বাজার সংলগ্ন রেল গেট থেকে এ মিছিলটি শুরু হয়ে পুরাতন স্টেডিয়াম দিকে চলে যায়। এ সময় ঝটিকা মিছিলে অংশগ্রহণকারীরা অবরোধ সফল করতে ও সরকার বিরোধী বিভিন্ন স্লোগান দিতে শোনা যায়। তবে এই মিছিলে ওইভাবে নেতাকর্মীদের অংশগ্রহণ চোখে পড়েনি। এই মিছিল চলাকালে একজনকে যানবাহন লক্ষ্য করে ইট ছুড়তে দেখা যায়। যদিও এর আগের কর্মসূচিগুলোতে ওইভাবে বিএনপির নেতাকর্মীদের মাঠে দেখা যায়নি। তবে তৃতীয় দফায় ডাকা দু’দিনের অবরোধের আজ শেষ দিনে ঝটিকা মিছিল করল দলটি।
এ বিষয়ে জানতে জেলা বিএনপির সদস্য সচিব শরীফুজ্জামান শরীফের মোবাইল ফোনের নাম্বারে কল দিলে ফোনটি বন্ধ পাওয়া যায়। তবে একই নাম্বারের হোয়াটসঅ্যাপে কল দিলে, তিনি বলেন তার নেতৃত্বে এই ঝটিকা মিছিলটি করেছে চুয়াডাঙ্গার বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
উল্লেখ্য, নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে আগামী জাতীয় সংসদ নির্বাচনের এক দফা দাবিতে দলটি ঢাকায় গত ২৮ অক্টোবরের মহাসমাবেশ নষ্ট হওয়ার পর থেকে ধারাবাহিক কর্মসূচি পালন করে আসছে। ২৯ অক্টোবর হরতালের পর ৩১ অক্টোবর থেকে ২ নভেম্বর পর্যন্ত প্রথম দফায় তিন দিনের সর্বাত্মক অবরোধ পালন করেছিল বিএনপি। এরপর দু’দিন সাপ্তাহিক ছুটির দিনের পর ৫ ও ৬ নভেম্বর আবারো অবরোধ পালন করে দলটি। ৭ নভেম্বর বিরতি দিয়ে বুধবার থেকে আবার দু’দিনের অবরোধ কর্মসূচি পালন করছে দলটি
সম্পাদক ও প্রকাশক: এম বনি ইয়ামিন (এল এল এম- ইবি)
প্রধান সম্পাদক মোঃ আব্দুল্লাহ হক
অক্সফোর্ড মিডিয়া কমিউনিকেশন লিমিটেড