প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ২০, ২০২৫, ৪:০৬ এ.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ৪, ২০২৩, ১০:২৪ পি.এম
আলমডাঙ্গায় জাতীয় সমবায় দিবস ও জাতীয় সংবিধান দিবস বর্ণাঢ্য আয়োজনে পালিত
আলমডাঙ্গা অফিসঃ “সমবায়ে গড়ছি দেশ, স্মাট হবে বাংলাদেশ” এ প্রতিপাদ্যকে সামনে রেখে উপজেলা প্রশাসনের সহযোগিতায় ও উপজেলা সমবায় অধিদপ্তরের বর্ণাঢ্য আয়োজনে আলমডাঙ্গায় ৫২ তম সমবায় দিবস-২০২৩ পালিত হয়েছে।
গতকাল শনিবার (৪ নভেম্বর) সকাল সাড়ে ১০ টার দিকে উপজেলা চত্বর থেকে জাতীয় সমবায় দিবস উপলক্ষে একটি র্যালি বের হয়ে উপজেলা পরিষদ হলরুমে এক আলোচনা সভায় মিলিত হয়। উপজেলা নির্বাহী অফিসার স্নিগ্ধা দাসের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আইয়ুব হোসেন।
প্রধান অতিথি বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান চেয়েছিল সমবায়ের মাধ্যমে প্রতিটি কাজ সুসম্পন্ন্ করতে। দশের লাঠি একের বোঝা। তাই কোন কাজ একা না করে সম্মিলিত ভাবে করলে সেটার একটা যথাযথ ফলাফল পাওয়া যায়। কোন কাজকে ছোট করে দেখা যাবে না। সমবায়ের মাধ্যমে শক্তিবৃদ্ধি পায়। জাতির পিতার স্বপ্নকে বাস্তবে রুপ দিয়ে চলেছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শেখ হাসিনার কারণে সমবায় অধিদপ্তর ব্যাপকভাবে কাজ করছে।সোনার বাংলা গড়তে সমবায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সমবায়ের মাধ্যমে নিজেদের অবস্থার পরিবর্তন করতে চাইলে নৌকার বিজয় ঘটাতে হবে। উপজেলা নির্বাহী অফিসার স্নিগ্ধা দাস বলেন, সমাজের অবহেলিত লোকজন সমবায়ের মাধ্যমে ঐক্যবদ্ধ হয়ে যে কোন বৃহৎ কাজ করতে পারছে। যা তাদের একার পক্ষে সম্ভব ছিল না। সমবায়ের নিবন্ধন নিয়ে বসে থাকলে হবে না।
সঠিকভাবে কাজ করতে হবে। সুদের ব্যবসা বন্ধ করতে হবে। নিজের মধ্যে সঞ্চয় জমিয়ে সেটা দিয়ে বিভিন্ন প্রকার প্রকল্প হাতে নিয়ে এগিয়ে যেতে হবে। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট খন্দকার সালমাল আহমেদ ডন, সহকারী কমিশনার (ভূমি) রেজওয়ানা নাহিদ, ইন্সটেক্টর জামাল হোসেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইয়াকুব আলী মাস্টার, আলমডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি খন্দকার শাহ আলম মন্টু।অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সমবায় কর্মকর্তা সাহারুল ইসলাম। আলমডাঙ্গা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক খন্দকার হামিদুল ইসলাম আজমের পরিচালনায় বক্তব্য রাখেন সরকারি কলেজের সহকারি অধ্যাপক ডক্টর মাহবুব আলম, বিশিষ্ট সমাজকর্মি গোলাম সরোয়ার শামীম, সিরাজুল ইসলাম, উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার মনজুরুল ইসলাম বেলু, হাফেজ মাসুদ কামাল, অর্পিতা পাল, পানি উন্নয়ন সমবায় সমিতির সভাপতি এনামুল হক প্রমুখ।অন্যদিকে একইভাবে বেলা সাড়ে ১১টার দিকে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে জাতীয় সংবিধান দিবস উদযাপন করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: এম বনি ইয়ামিন (এল এল এম- ইবি)
প্রধান সম্পাদক মোঃ আব্দুল্লাহ হক
অক্সফোর্ড মিডিয়া কমিউনিকেশন লিমিটেড