দামুড়হুদা অফিস : দামুড়হুদা উপজেলার সার ও বীজ ডিলারদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বেলা ৩ টার সময় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে পরিষদের সম্মেলন কক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
দামুড়হুদা উপজেলা কৃষি অফিসার শারমিন আক্তারের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার রোকসানা মিতা। এসময় তিনি বলেন, আমাদের বাংলাদেশ কৃষি নির্ভর দেশ। দামুড়হুদা উপজেলা কৃষি ক্ষেত্রে বাংলাদেশে মডেল। এই উপজেলায় প্রচুর পরিমাণে সবজি আবাদ হয়। সারা বছর এখানে সারের চাহিদা থাকে। কৃষকরা যেন সার ও বীজ নিয়ে কোন প্রকার সমস্যায় না হয় সে বিষয়ে সবাইকে সচেতন হতে হবে। রবি মৌসুম শুরু হয়েছে তাই সব সময় সারের পর্যাপ্ত ব্যবস্থা রাখতে হবে। একজনের কাছে সব সার বিক্রি করে দিলে হবে না, সকল কৃষক যেন সঠিক পরিমাণে সার পাই সে ব্যাপারে সারের ডিলারদের সতর্ক করেন এবং নিয়ম মেনে চলতে হবে, তানাহলে নিয়মিত মনিটরিং এর মাধ্যমে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। কোনক্রমে কৃষক বঞ্চিত হবে এটা মেনে নেওয়া হবে না।
এসময় আরও উপস্থিত ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা অভিজিৎ কুমার, দামুড়হুদা উপজেলা প্রেসক্লাবের সভাপতি আরিফুল ইসলাম মিলন, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবীব, দামুড়হুদা মডেল থানার এসআই তোহিদুর রহমান, বিসিআইসি ডিলার আবু হানিফ, আজিজুর রহমান, আশরাফুল হক, নুর আলম লিটন, মোখলেছুর রহমান, ইয়াসিন আলী, মনিরুল হক সহ উপজেলার সকল সার ও বীজ ডিলার, উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলে
সম্পাদক ও প্রকাশক: এম বনি ইয়ামিন (এল এল এম- ইবি)
প্রধান সম্পাদক মোঃ আব্দুল্লাহ হক
অক্সফোর্ড মিডিয়া কমিউনিকেশন লিমিটেড