সোমবার সকালে কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সড়কের বাবলু মিয়ার বাড়িতে এ দুর্ঘটনা ঘটে। মৃতরা হলেন- কোটচাঁদপুর উপজেলার বলুহর গ্রামের আমজাদ হোসেনের ছেলে আজিম হোসেন এবং মহেশপুর উপজেলার আলামপুর গ্রামের গাজী রহমানের ছেলে মহাসিন আলী। পেশায় তারা ইলেকট্রিক মিস্ত্রি ছিলেন।
জানা যায়, ঐ বাড়ির দোতলায় বেশ কয়েকদিন বিদ্যুতের কাজ চলছে। সোমবার সকালে কাজ করতে গিয়ে অসাবধানতাবশত তারে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন আজিম হোসেন এবং মহাসিন আলী। তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক আজিমকে মৃত ঘোষণা করেন। এছাড়া মহাসিনকে যশোর হাসপাতালে নিলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
কোটচাঁদপুর থানার এসআই কামরুজ্জামান এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, সুরতহাল করে মরদেহ দুইটি থানায় নেয়া হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে
সম্পাদক ও প্রকাশক: এম বনি ইয়ামিন (এল এল এম- ইবি)
প্রধান সম্পাদক মোঃ আব্দুল্লাহ হক
অক্সফোর্ড মিডিয়া কমিউনিকেশন লিমিটেড