আটক বিপ্লব হোসেন উপজেলার ময়রামপুর কান্দিপাড়া গ্রামের আবু হোসেনের ছেলে।
দৌলতপুর থানার ওসি রফিকুল ইসলাম জানান, শনিবার সকাল সাড়ে ১০টার দিকে গোপনে সংবাদের ভিত্তিতে জানা যায়, উপজেলার ধর্মদহ এলাকার থেকে মোটরসাইকেলযোগে একজন ব্যক্তি ফেনসিডিল নিয়ে আসছেন।
এমন সংবাদের ভিত্তিতে ফারাকপুর বটতলা নামক স্থানে অবস্থান নেয় একদল পুলিশ। এসময় পুলিশের উপস্থিত টের পেয়ে মোটরসাইকেলযোগে আসা ব্যক্তি দৌড়ে পালানোর চেষ্টা করিলে তাকে আটক করে পুলিশ। পরে তার কাছে থাকা প্লাস্টিকের ব্যাগ থেকে ৭২ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।
এ বিষয়ে দৌলতপুর থানায় মাদক আইনে একটি মামলা হয়েছে। আসামিকে কারাগারে পাঠানো হয়েছে বলে জানান পুলিশের ঐ কর্মকর্তা
সম্পাদক ও প্রকাশক: এম বনি ইয়ামিন (এল এল এম- ইবি)
প্রধান সম্পাদক মোঃ আব্দুল্লাহ হক
অক্সফোর্ড মিডিয়া কমিউনিকেশন লিমিটেড