পরে তাদেরকে উত্তর ধূরুং ইউনিয়ন পরিষদে হস্তান্তর করেন নৌকার মালিক আব্দুস সত্তার।
উদ্ধার জেলেরা হলেন, লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার কাঞ্চনপুর ইউনিয়নের মো. খলিলের পুত্র মো. ফাহিম (১৮), নেত্রকোণার পূর্ব ধলা উপজেলার পূর্বধলা ইউনিয়নের মো. মিলনের পুত্র মো. রনি (২০), ভোলার বোরহান উদ্দিন উপজেলার সাচড়া ইউনিয়নের মৃত বশির মিয়ার পুত্র মো. মনিরুল ইসলাম (২৩) এবং ভোলার সদর উপজেলার বাপ্তা ইউনিয়নের আব্দুল মান্নানের পুত্র মো. জুবায়ের হোসেন (১৬)।
তারা জানান, দালাল চক্র তাদের একটি কাজের কথা বলে জাহাজে তুলে অন্য একটি কাজ দেয়। সেটা করা তাদের পক্ষে সম্ভব নয়। কাজ না করলে তাদের নির্যাতন করা হয়। নির্যাতনের মাত্রা সইতে না পেরে তারা শুক্রবার সকালে সাগরে ঝাঁপিয়ে পড়েন।
উপজেলার উত্তর ধূরুং ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মনছুর রাব্বি বলেন, স্থানীয় মাছ ধরার একটি নৌকা সাগর থেকে তাদেরকে উদ্ধার করে ইউনিয়ন পরিষদে নিয়ে আসেন। উদ্ধারকৃতরা সবাই সুস্থ ছিলেন। পরে তাদের আত্মীয়-স্বজনদের সঙ্গে যোগাযোগ করে নিজ এলাকায় পাঠিয়ে দেওয়া হয়
সম্পাদক ও প্রকাশক: এম বনি ইয়ামিন (এল এল এম- ইবি)
প্রধান সম্পাদক মোঃ আব্দুল্লাহ হক
অক্সফোর্ড মিডিয়া কমিউনিকেশন লিমিটেড