গ্রেফতারকৃতরা হলেন, মুজিবনগর উপজেলার দারিয়াপুর গ্রামের একছেদ আলীর ছেলে সোহেল রানা (৩৭) ও একই উপজেলার খানপুর গ্রামের মো. মোসলেম উদ্দীনের ছেলে ইলিয়াছ হোসেন (৩৬)। সোহেল রানা জামায়াতের দারিয়াপুর ওয়ার্ড সভাপতি ও রাজনৈতিক সেক্রেটারি এবং ইলিয়াছ হোসেন সমাজসেবা বিষয়ক সম্পাদক।
মুজিবনগর থানা সূত্রে জানা গেছে, দুই জামায়াত নেতার বিরুদ্ধে নাশকতার অভিযোগে মুজিবনগর থানায় একাধিক মামলা রয়েছে। এরমধ্যে বিশেষ ক্ষমতা আইনে পুলিশের দায়ের করা মামলায় মঙ্গলবার দিবাগত রাতে অভিযান চালিয়ে দুইজনকে গ্রেফতার করা হয়।
ওসি মেহেদী রাসেল জানান, গ্রেফতারকৃত দুই জামায়াত নেতাকে বুধবার দুপুরের দিকে আদালতের মাধ্যমে মেহেরপুর জেলহাজতে প্রেরণ করা হয়েছে
সম্পাদক ও প্রকাশক: এম বনি ইয়ামিন (এল এল এম- ইবি)
প্রধান সম্পাদক মোঃ আব্দুল্লাহ হক
অক্সফোর্ড মিডিয়া কমিউনিকেশন লিমিটেড