গ্রেফতারকৃতরা হলেন গাংনী উপজেলার কল্যাণপুর গ্রামের শামসুদ্দিন বিশ্বাসের ছেলে মো. শরিফুল বিশ্বাস ও একই গ্রামের মো. হেলাল বিশ্বাসের ছেলে মো. সবুজ বিশ্বাস।
র্যাব-১২ মেহেরপুর ক্যাম্পের সহকারী পুলিশ সুপার কমান্ডার মো. মনিরুজ্জামান জানান, সিপিসি-মেহেরপুর ক্যাম্পের একটি দল গাংনী উপজেলার রামদেবপুর এলাকায় অভিযান চালিয়ে করে ৫০ বোতল ফেনসিডিলসহ এ ২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দিয়ে গ্রেফতারকৃত আসামিদের গাংনী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে
সম্পাদক ও প্রকাশক: এম বনি ইয়ামিন (এল এল এম- ইবি)
প্রধান সম্পাদক মোঃ আব্দুল্লাহ হক
অক্সফোর্ড মিডিয়া কমিউনিকেশন লিমিটেড