বৃহস্পতিবার বেলা ১১টার দিকে কুষ্টিয়া কালেক্টরেট চত্বরে বেলুন উড়িয়ে এই ‘বৃক্ষরোপণ অভিযান এবং বৃক্ষমেলার উদ্বোধন করেন কুষ্টিয়ার জেলা প্রশাসক এহেতেশাম রেজা।
উদ্বোধনের পর সামাজিক বন বিভাগের আয়োজনে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি কালেক্টরেট চত্বর প্রদক্ষিণ শেষে সভা মঞ্চের সামনে গিয়ে শেষ হয়।
পরে সামাজিক বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা জি.এম মোহাম্মদ কবিরের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, জেলা প্রশাসক এহেতেশাম রেজা। আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক শারমিন আক্তার, রাখেন কৃষি সম্প্রসারণ অধিদফতর কুষ্টিয়ার উপপরিচালক কৃষিবিধ হায়াত মাহামুদ, অতিরিক্ত পুলিশ সুপার পলাশ কান্তি নাথ, কুষ্টিয়া প্রেস ক্লাব কেপিসি এবং সাংবাদিক ইউনিয়ন কুষ্টিয়ার সভাপতি রাশেদুল ইসলাম বিপ্লব।
এ সময় অন্যান্যের মধ্যে জেলা প্রশাসনের কর্মকর্তাসহ সংশ্লিষ্ট কর্মকর্তা ও স্কুল-কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন
সম্পাদক ও প্রকাশক: এম বনি ইয়ামিন (এল এল এম- ইবি)
প্রধান সম্পাদক মোঃ আব্দুল্লাহ হক
অক্সফোর্ড মিডিয়া কমিউনিকেশন লিমিটেড