আটককৃতরা হলেন, বেনাপোল পোর্ট থানার পুটখালী গ্রামের মিলন হোসেন ও একই থানার বোয়োলিয়া গ্রামের শাহজামান।
খুলনা ২১ ব্যাটালিয়ন বিজিবির অধিনায়ক তানভীর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, দৌলতপুর সীমান্তে দিয়ে দুজন ব্যক্তি সোনার পাচার করছে। এমন খবর পেয়ে দৌলতপুর সরকারি প্রাইমারি স্কুলের সামনে অবস্থান নেয় একদল বিজিবি।
এ সময় ঐ দুজনকে সন্দেহ হলে তাদের আটক করা হয়। পরে তাদের জুতার সোলের মধ্যে বিশেষ কায়দায় লুকানো অবস্থায় ১৮ সোনার বার উদ্ধার করা হয়। উদ্ধারকৃত সোনার ওজন ২ কেজি ৩০০ গ্রাম। যার বাজারমূল্য এক কোটি ৮০ লাখ টাকা।
তিনি আরো জানান, সোনার বারগুলো বেনাপোল পোর্ট থানার মাধ্যমে যশোর কাস্টমসের ট্রেজারিতে হস্তান্তর করা হবে। আসামিদের নামে মামলা দিয়ে থানায় সোপর্দ করা হয়েছে
সম্পাদক ও প্রকাশক: এম বনি ইয়ামিন (এল এল এম- ইবি)
প্রধান সম্পাদক মোঃ আব্দুল্লাহ হক
অক্সফোর্ড মিডিয়া কমিউনিকেশন লিমিটেড