ঝিনাইদহ র্যাব-৬ এর অভিযানে শুক্রবার সন্ধ্যায় ৪কেজি গাঁজাসহ দামুড়হুদার গুলশানপাড়া এলাকা থেকে মাদক ব্যবসায়ী মতিয়ার রহমান (২৬) কে গ্রেপ্তার করেন।
র্যাব সুত্র থেকে জানা গেছে, ঝিনাইদহ র্যাব -৬ এর মাদক বিরোধী অভিযানে শুক্রবার সন্ধ্যা পোনে ৬ টার সময় দামুড়হুদার গুলশান পাড়া এলাকায় কতিপয় ব্যক্তি মাদকদ্রব্য গাঁজা ক্রয়-বিক্রয় করার উদ্দেশ্যে আবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে আভিযানিক দলটি বিশেষ অভিযান পরিচালনা করে দামুরহুদা উপজেলার কুড়ুলগাছি গ্রামের শরিফ উদ্দিনের ছেলে মাদক ব্যবসায়ী মতিয়ার রহমানকে গ্রেফতার করে।উপস্থিত সাক্ষীদের উপস্থিতে গ্রেফতারকৃত আসামীর হেফাজত হতে ৪ কেজি অবৈধ মাদকদ্রব্য গাঁজা উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত গাঁজা ও মাদক ব্যবসায়ী মতিয়ার রহমানের বিরুদ্ধে মাদক আইনে মামলা রুজু করা হয়েছে
সম্পাদক ও প্রকাশক: এম বনি ইয়ামিন (এল এল এম- ইবি)
প্রধান সম্পাদক মোঃ আব্দুল্লাহ হক
অক্সফোর্ড মিডিয়া কমিউনিকেশন লিমিটেড