সেসময় তার দেহ তল্লাশি চালিয়ে একটি পিস্তল সদৃশ বস্তু উদ্ধার করে তারা। এরপর তাকে সদর থানায় হন্তান্তর করা হয়। আটককৃত তাওহীদ সদর উপজেলার মধুহাটি ইউনিয়নের চান্দলী গ্রামের হোমিও ডাক্তার হায়দার আলীর ছেলে।
জানা গেছে, আটককৃত তাওহীদ গরুর খামারের পাশাপাশি অনলাইনে জুয়া খেলতেন। দিনের বেলায় পরিহিত শার্টে স্বর্ণের স্টিকার মেরে গাড়িটি নিয়ে বিভিন্ন যুবকদের সঙ্গে চুক্তি ও ঘোরাফেরা করতেন এবং রাত হলে চলে যেতেন চুয়াডাঙ্গা জেলায়। এভাবে অনলাইনে জুয়া খেলে কয়েক কোটি টাকা হাতিয়েছেন ওই যুবক। সে কারণে উঠতি বয়সী যুবকেরা টাকা জোগাড় করতে গিয়ে পিতা-মাতাকেও লাঞ্ছিত করে আসছিলেন। অনেক যুবক আবার চুরি-ছিনতাই কাজের সঙ্গে জড়িয়ে পড়েছিলেন। এরপর বিষয়টি প্রশাসনের নজরে আসলে গোপন তদন্ত চালায় তারা।
এ ব্যাপারে সদর থানার ওসি শেখ মোহাম্মদ সোহেল রানা জানান, আটককৃত জুয়াড়ির বিরুদ্ধে এখনও তদন্ত চলছে। তদন্ত শেষ হলে মামলা দিয়ে তাকে জেলহাজতে প্রেরণ করা হবে
সম্পাদক ও প্রকাশক: এম বনি ইয়ামিন (এল এল এম- ইবি)
প্রধান সম্পাদক মোঃ আব্দুল্লাহ হক
অক্সফোর্ড মিডিয়া কমিউনিকেশন লিমিটেড