দামুড়হুদার হুদাপাড়ার লাইনম্যান ওসমানের বিরুদ্ধে পুলিশ বিজিবির নাম ভাঙ্গিয়ে চোরাকারবারিদের নিকট হয়তে টাকা তোলার অভিযোগ উঠেছে
বিশেষ প্রতিনিধিঃ চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার হুদাপাড়া গ্রামের মৃতঃ পানজাবের ছেলে কথিত লাইনম্যান ওচমান (৫০) এর বিরুদ্ধে এই অভিযোগ করেছে গ্রামবাসি।
সরেজমিনে ঘুরে জানাযায় যে এই ওচমান অনেক দিন যাবত লাইনম্যান হয়ে কাজ করছে গ্রামের পেয়াজের বীজ সহ ভারত থেকে নিয়ে আশা বিভিন্ন মাদক চোরাকারবারি যেমন,আনার কয়াল(২৮) পিতাঃ মৃতঃ নাসির কয়াল, মেহেদী (২৬) পিতাঃ আলীবদ্দিন, আজিজুল ( ৩৫) পিতাঃ মৃতঃ জামসের সহ সকল চোরাকারবারিদের নিকট থেকে পুলিশ ও বিজিবির নাম ভাঙ্গিয়ে হাতিয়ে নিচ্ছে মোটা অংকের টাকা বলে এলাকাবাসী অভিযোগ করে বলেন কিন্তু পুলিশ বিজিবি কনো টাকা খায়না কিন্তু এই কথিত লাইনম্যান টাকা তুলে নিজের পকেট ভর্তি করছে আর বদনামের ভাগি হচ্ছে পুলিশ ও বিজিবি তাই অতিদ্রুত এই কথিত লাইনম্যান ওচমানের আইনের আওতায় নিয়ে উচিৎ শিক্ষা দেয়া প্রয়োজন বলে মনে করে এলাকাবাসী আর নাহলে বন্ধ হবেনা চোরাচালানী ।
এই বিষয়ে লাইনম্যান ওসমানের সাথে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে সে বলে আমি কয়েকদিন টাকা তুলেছি ১০০০/৫০০ করে তোলার কারনে প্রশাসনের উপর থেকে আমাকে চাপ দিয়েছে বলে আমি এখন আর টাকা তুলিনি, কিন্তু গ্রামবাসী অভিযোগ করে বলে সে এখনো সবার কাছে থেকে টাকা তুলতেই আছে তাই এর তদন্ত পুর্বক ব্যাবস্থা গ্রহণের জন্য প্রশাসনের নিকট অনুরোধ জানিয়ে
সম্পাদক ও প্রকাশক: এম বনি ইয়ামিন (এল এল এম- ইবি)
প্রধান সম্পাদক মোঃ আব্দুল্লাহ হক
অক্সফোর্ড মিডিয়া কমিউনিকেশন লিমিটেড